<p style="text-align: justify;">জামালপুর-৫ (সদর) আসনের নৌকা প্রার্থীর এক সমর্থকের বাড়িতে ঢিল ছোঁড়াকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্রে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ছাড়া নৌকার প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর এক কর্মীর বাড়িতেও হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর ও অর্থ লুটপাট করেছে বলে অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর। </p> <p style="text-align: justify;">মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সদর উপজলার কাশারুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পর খবর পেয়ে জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন, সদরের এসি-ল্যান্ড মো. বরকত উল্লাহ ও সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।</p> <p style="text-align: justify;">স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে সদরের বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া ভোটকেন্দ্রের কাছেই স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিমের বেশ কয়েকজন সমর্থক নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী সেলিম হোসেনের বাড়িতে ইটপাটকেল ছুঁড়ে। এ সময় সেলিম হোসেন বাড়িতে ছিলেন না। একটি ঢিল তাঁর স্ত্রীর মাথায় লাগলে সামান্য আহত হন। </p> <p style="text-align: justify;">সেলিম হোসেনের অভিযোগ, হামলাকারীরা যাওয়ার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে ভয়ভীতি দেখিয়েছে তাঁর পরিবারের সদস্যদের।    </p> <p style="text-align: justify;">এ ঘটনা জানাজানি হলে রাত ৮টার দিকে নৌকার প্রার্থীর একদল সমর্থক কাশারুপাড়ায় স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচার কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ছাড়া তাঁরা রেজাউল করিমের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেন। এরপর রেজাউল করিমের সমর্থক আলমের বাড়িতে গিয়ে ভাঙচুর করে। এ সময় তাঁরা টাকা-পয়সা লুটপাট করেন বলে অভিযোগ আলমের।</p> <p style="text-align: justify;">স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বলেন, আমার প্রচার কেন্দ্রে ও কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আলমের বাড়িতে হামলার ঘটনা শুনে রাতেই সেখানে যাই। খুবই পৈশাচিক ও অমানবিক ঘটনা ঘটিয়েছে নৌকার সমর্থকরা। নৌকার প্রার্থীর স্থানীয় সমন্বয়কারী ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল তাঁর লোকজন লেলিয়ে দিয়ে এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর পরিদর্শনে আসা এএসপি, ওসি ও এসিল্যান্ডকে এ ব্যাপারে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি।    </p> <p style="text-align: justify;">অপরদিকে নৌকা প্রতীকের প্রার্থীর আব্দুল জলিল বলেন, নির্বাচনী পরিবেশ ঘোলা করতেই আমাদের কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র কমিটির আহ্বায়ক সেলিম হোসেনের বাড়িতে ইটপাটকেল ছুঁড়ে ভয়ভীতি দেখায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দেয়। কিন্তু আমাদের নেতাকর্মীদের শান্ত হতে বলি এবং যে যার মতো বাড়িতে চলে যায়। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারকেন্দ্রে কী ঘটেছে তা জানি না। হয়তো তাঁরা নিজেরাই পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে আমাদের ওপর দায় চাপাচ্ছে। আমাদের কোনো নেতাকর্মী ওই ঘটনার সঙ্গে জড়িত নয়।   </p> <p style="text-align: justify;">জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বদ কবীর কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার, সদর এসিল্যান্ডসহ কাশারুপাড়ার ঘটনাস্থল পরিদর্শন করেছি। থানায় অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নৌকা প্রতীকের প্রার্থীর কাউকে সেখানে পাওয়া যায়নি। তাঁদের পক্ষ থেকেও এখনো কোনো অভিযোগ পাইনি।  </p>