<p style="text-align: justify;">নাটোরের বাগাতিপাড়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে ফজিলা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।</p> <p style="text-align: justify;">ফজিলা খাতুন নুরপুর মালঞ্চি এলাকার ইউনুছ আলীর স্ত্রী।</p> <p style="text-align: justify;">স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে শনিবার রাতের কোনো একসময় ঘরে থাকা ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খায় ফজিলা খাতুন। পরে অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে নেওয়ার পথে মারা যান তিনি। </p> <p style="text-align: justify;">বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। </p>