<p>দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ ও শ্রীমঙ্গল) আসনে সপ্তমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক চিফ হুইপ ড. আব্দুস শহীদ।</p> <p>রবিবার (২৬ নভেম্বর) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে মৌলভীবাজার-৪ আসনে নৌকার প্রার্থী হিসেবে ছয়বারের সংসদ সদস্য ড. আব্দুস শহীদের নাম ঘোষণা করা হয়।<br /> তার সঙ্গে প্রবীণ নেতা বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুর রহমান মনোনয়ন চেয়েছিলেন।</p> <p>১৯৯১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছয়বার সংসদ নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন ড. আব্দুস শহীদ। আব্দুস শহীদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ সালের পঞ্চম, ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ১ অক্টোবর ২০০১ সালের অষ্টম, ২৯ ডিসেম্বর ২০০৮ সালের নবম, ৫ জানুয়ারি ২০১৪ সালের দশম ও ৩০ ডিসেম্বর ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।</p>