kalerkantho

বুধবার । ১৪ আশ্বিন ১৪২৮। ২৯ সেপ্টেম্বর ২০২১। ২১ সফর ১৪৪৩

মসজিদের আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ৯

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি   

২৫ জুলাই, ২০২১ ২২:৫৯ | পড়া যাবে ১ মিনিটেমসজিদের আধিপত্য নিয়ে সংঘর্ষ, আহত ৯

হবিগঞ্জের চুনারুঘাট দক্ষিণ মিরাশী জামে মসজিদে আধিপত্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, রবিবার (২৫ জুলাই) দুপুর ৩টায় উপজেলার দক্ষিণ মিরাশী জামে মসজিদে আধিপত্য নিয়ে দুই দলের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাদেরকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন, তারা মিয়া (৪৫), শহিদুল ইসলাম (৩৫), হাজী সুরুজ আলী (৬০), কুদ্দুছ আলী (৪৫), মজিবুর রহমান (৬০), খুর্শেদা খাতুন (৪০), সুমন মিয়া (২২), মোহাম্মদ আলী (২৫), তৈয়ব আলী (১৮)।

এদিকে, আহত তারা মিয়াকে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।সাতদিনের সেরা