kalerkantho

শুক্রবার । ১১ আষাঢ় ১৪২৮। ২৫ জুন ২০২১। ১৩ জিলকদ ১৪৪২

ওয়াইফাই নিয়ে ভাইয়ের সঙ্গে বাগবিতণ্ডা, বড় বোনের আত্মহনন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি   

২২ মে, ২০২১ ১৮:৪৭ | পড়া যাবে ১ মিনিটেওয়াইফাই নিয়ে ভাইয়ের সঙ্গে বাগবিতণ্ডা, বড় বোনের আত্মহনন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে কথাকাটি হওয়ায় অভিমানে দশম শ্রেণির শিক্ষার্থী চন্দ্রা ভৌমিক (১৬) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। চন্দ্রা উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার উত্তম ভৌমিকের মেয়ে। শনিবার বিকেল ৪টায় চন্দ্রা শয়নঘরের ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে ইন্টারনেটের ওয়াইফাই সংযোগ নিয়ে চন্দ্রা ভৌমিকের সঙ্গে ছোট ভাইয়ের বাগবিতণ্ডা হয়। চন্দ্রা মোবাইলে ওয়াইফাই সংযোগ না পেয়ে ছোট ভাইয়ের ওপর অভিমান করে উপজেলার সান্তাহার রথবাড়ি মহল্লায় তাদের নিজ বাড়িতে শয়নঘরের ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়। পরিবারের লোকজন তাকে ঝুলতে দেখে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কারো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।সাতদিনের সেরা