kalerkantho

বৃহস্পতিবার । ৬ কার্তিক ১৪২৭। ২২ অক্টোবর ২০২০। ৪ রবিউল আউয়াল ১৪৪২

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ইউজিসির শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি   

২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৫:২৮ | পড়া যাবে ১ মিনিটেটুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ইউজিসির শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মুজিব জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন।

আজ শুক্রবার বেলা ১১টায় তিনি বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এ সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নবনিযুক্ত সদস্য প্রফেসর মো. আবু তাহের, প্রফেসর বিশ্বজিৎ চন্দ, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, আইন অনুষদের ডিন আব্দুল কুদ্দুস মিয়া, ইটিই বিভাগের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি অনুষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক তসলিম আহম্মেদ ও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা