<p>গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। </p> <p>আজ শুক্রবার (১০ মে) সকাল ১০টা ৫ মিনিটে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। </p> <p>পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সব শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি। </p> <p>এর আগে সকাল ৭ টা ৫ মিনিটে গণভবন থেকে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। সকাল ৯টা ৫৭ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধের ১ নং গেট দিয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।</p> <p>জানা যায়, বেলা ১১টায় টুঙ্গিপাড়া উপজেলার দারিয়ার কুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভা করবেন। পরে সুবিধাবঞ্চিতদের মধ্যে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। দুপুরে মধ্যাহৃভোজ শেষে কিছু সময় বিশ্রাম নেবেন তিনি। </p> <p>পরে বিকাল ৫টায় টুঙ্গিপাড়া থেকে গণভবনের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।</p>