<p>ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে আন্তর্জাতিক নেতারা তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।</p> <p>পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তার দেশ শোক দিবস পালন করবে এবং রাইসি ও তার সঙ্গীদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য পতাকা অর্ধনমিত থাকবে। এক্সে একটি পোস্টে শরীফ রাইসি ও আমির-আবদুল্লাহিয়ানকে পাকিস্তানের ভালো বন্ধু বলে অভিহিত করেছেন এবং এই ভয়াবহ ক্ষতির জন্য ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘মহান ইরানি জাতি ঐতিহ্যগত সাহসের সঙ্গে এই ট্র্যাজেডি কাটিয়ে উঠবে।’</p> <p>ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে এক পোস্টে জানিয়েছেন, প্রেসিডেন্ট রাইসির মর্মান্তিক মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। তিনি আরো বলেন, ‘ভারত দুঃখের সময়ে ইরানের পাশে আছে।’ এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো প্রেসিডেন্ট রাইসিকে একজন নিঃশর্ত বন্ধু এবং অসাধারণ নেতা হিসেবে প্রশংসা করেছেন।</p> <p>স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজানের সীমান্তের কাছে কিজ কালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন। সেখান থেকে ফিরে তিনি ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। তখন স্থানীয় সময় গতকাল রবিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। </p> <p>সূত্র : বিবিসি</p>