kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

আলুক্ষেত থেকে আলু নয়, উঠে এল বিপুলসংখ্যক গুলি!

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

৮ নভেম্বর, ২০১৯ ১২:১৪ | পড়া যাবে ১ মিনিটেআলুক্ষেত থেকে আলু নয়, উঠে এল বিপুলসংখ্যক গুলি!

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকায় একটি আলু তোলার সময় ক্ষেত চাষের সময় মাটির নিচ থেকে উঠে এসেছে ৬৫০ রাউন্ড রাইফেলপিস্তলের গুলি। পুলিশের ধারণা, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় এগুলি মাটির নিচে পুঁতে রাখা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় গুলিগুলো উদ্ধার করা হয় স্থানীয় চাষি আবুল হোসেনের(৫২) চাষাবাদি জমি থেকে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চাষী আবুল হোসেন তার ক্ষেত থেকে আলু উত্তোলন করেছিলেন। মাটি খননের সময় তিনি দেখতে পান জমিতে কয়েকটি থলের ভিতরে ভারী পদার্থ। থানায় খবর দেয়া হলে, পুলিশ সন্ধ্যার পরে স্থানীয় মাসুদের আম বাগানের পাশে ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচ থেকে ৬৫০ রাউন্ড গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত গুলির মধ্যে রয়েছে ৫০৩ রাউন্ড রাখালের গুলি এবং ১৪৭ রাউন্ড পিস্তলের গুলি।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) জিয়াউর রহমান আরো জানান, পরিত্যক্ত অবস্থায় পাওয়া এবং মাটির নিচ থেকে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের গুলি সম্ভবত বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ের।

মন্তব্যসাতদিনের সেরা