<p>জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবেন তারা। সেগুলো হলো- একটি আইডি নম্বর, আইডি কার্ড ও একটি প্রাতিষ্ঠানিক ই-মেইল।</p> <p>বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল সদস্য ও জবি কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ।</p> <p>তিনি বলেন, ‘২০২৩-২৪ শিক্ষাবর্ষের (স্নাতক) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর প্রথম দিনেই তিনটি সুবিধা পাবে। যা আমরা আগে প্রথম দিনেই দিতে পারিনি। শিক্ষার্থীরা ক্লাস শুরুর প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের আইডি নম্বর ও আইডি কার্ড ও একটা ইনস্টিটিউশনাল ই-মেইল পেয়ে যাবে। যা আগের আবেদন করে নিতে হত।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729141278-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/17/1436051" target="_blank"> </a></div> </div> <p>আইটি দপ্তরের কম্পিউটার প্রোগ্রামার হাফিজুর রহমান বলেন, ‘একজন শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশের প্রথম দিনেই আইডি নম্বর, আইডি কার্ড ও প্রতিষ্ঠানিক ই-মেইল পাবে। অতীতে আমরা এত দ্রুত কোনো ব্যাচকে কার্ড দিতে পারিনি। আবার আগে প্রাতিষ্ঠানিক ই-মেইল পেতে আবেদন করতে হত। এবারই প্রথম দ্রুততার সঙ্গে সব বাস্তবায়ন করা হচ্ছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729150226-a4dba9b67cf54c1c9da7b162dfbc1b74.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কত টাকা বেতন পেতেন চিফ হিট অফিসার আতিককন্যা বুশরা?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/17/1436075" target="_blank"> </a></div> </div>