<p>সরকারি চাকরির সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে পাবনায় পদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। রবিবার (১৪ জুলাই) দুপুরে পাবনার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে পদযাত্রা করে এ স্মারকলিপি দেন। </p> <p>এর আগে বেলা সাড়ে ১১টার দিকে শহরের অনন্ত বাজার থেকে পদযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অপরদিকে সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থীরা একই সময় তাদের ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছান।</p> <p>এ সময় উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্র হয়ে পাবনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি তুলে দেন। পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান শিক্ষার্থীদের কাছ থেকে স্মারক লিপি গ্রহণ করেন। এ সময় পাবনার পুলিশ সুপার আব্দুল আহাদসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।</p>