<p><strong>পঞ্চম অধ্যায়</strong><br /> <strong>বাজার</strong></p> <p><strong>জ্ঞানমূলক প্রশ্ন</strong><br /> ১। বাজার কাকে বলে?<br /> উত্তর : একটি পণ্যকে ঘিরে ক্রেতা-বিক্রেতার মধ্যে যে সংযোগ ঘটে অর্থনীতির ভাষায় তাকে বাজার বলে।</p> <p>২। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়?<br /> উত্তর : প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়।</p> <p>৩। কোন বাজারে দ্রব্যের চাহিদার সাথে জোগানের সম্পূর্ণ সামঞ্জস্য বিধান করা যায়?<br /> উত্তর : দীর্ঘকালীন বাজারে দ্রব্যের চাহিদার সাথে জোগানের সম্পূর্ণ সামঞ্জস্য বিধান করা যায়।</p> <p>৪। বিকশিত বাজার মূলত কয় ধরনের হয়?<br /> উত্তর : বিকশিত বাজার মূলত তিন ধরনের হয়।</p> <p>৫। কোন ধরনের বাজারে দ্রব্যের দাম একবার নির্ধারিত হলে ব্যক্তিগতভারে তা পরিবর্তন করা সম্ভব হয় নয়?<br /> উত্তর : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যের দাম একবার নির্ধারিত হলে ব্যক্তিগতভারে তা পরিবর্তন করা সম্ভব হয় না।</p> <p>৬। কোন বাজারে বিক্রয়যোগ্য দ্রব্যটির ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য থাকে না?<br /> উত্তর : একচেটিয়া বাজারে বিক্রয়যোগ্য দ্রব্যটির ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য থাকে না।</p> <p>৭। বাজারের ধারণায় কয়টি মৌলিক বিষয় রয়েছে?<br /> উত্তর : বাজারের ধারণায় তিনটি মৌলিক বিষয় রয়েছে।</p> <p>৮। ফার্ম কাকে বলে?<br /> উত্তর : একটিমাত্র পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ফার্ম বলে।</p> <p>৯। শিল্প কাকে বলে?<br /> উত্তর : একই ধরনের পণ্য উৎপাদনকারী ফার্মের সমষ্টিকে শিল্প বলে।</p> <p>১০। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কাকে বলে?<br /> উত্তর : যে বাজারে অসংখ্য ক্রেতা-বিক্রেতা সমজাতীয় পণ্য ক্রয়-বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে।</p> <p>১১। একচেটিয়া বাজার কাকে বলে?<br /> উত্তর : যে বাজারে শুধু একজন বিক্রেতা অথচ অসংখ্য ক্রেতা থাকে সে দ্রব্যের বাজারকে একচেটিয়া বাজার বলে।</p> <p>১২। কোন ধরনের বাজারে ফার্মের অবাধে প্রবেশ ও প্রস্থানের সুযোগ রয়েছে?<br /> উত্তর : পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের অবাধে প্রবেশ ও প্রস্থানের সুযোগ রয়েছে।</p> <p>১৩।  কোন ধরনের বাজারে ফার্মই শিল্প হিসেবে বিবেচিত হয়?<br /> উত্তর : একচেটিয়া বাজারে ফার্মই শিল্প হিসেবে বিবেচিত হয় ।</p> <p>১৪। সমজাতীয় দ্রব্য অথচ পৃথক করা যায় কোন ধরনের বাজারে?<br /> উত্তর : একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য সমজাতীয় হলেও পৃথক করা যায়।</p> <p>১৫।  অলিগোপলি বাজার কাকে বলে?<br /> উত্তর : অলিগোপলি এমন এক বাজার ব্যবস্থা, যেখানে কতিপয় বিক্রেতা ও অনেক ক্রেতা সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয়-বিক্রয় করেন।</p> <p>১৬। কোন ধরনের বাজারে এক ফার্ম অন্য ফার্মের আচরণ দ্বারা প্রভাবিত হয়?<br /> উত্তর : অলিগোপলি বাজারে এক ফার্ম অন্য ফার্মের আচরণ দ্বারা প্রভাবিত হয়।</p> <p>১৭। বাংলাদেশে কোন ধরনের বাজার অনুপস্থিত?<br /> উত্তর : বাংলাদেশে বিশুদ্ধপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার অনুপস্থিত।</p> <p>১৮।  বাংলাদেশে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে কোন ধরনের বাজার দেখা যায় না?<br /> উত্তর : বাংলাদেশে উৎপাদিত পণ্যের ক্ষেত্রে একচেটিয়া বাজার দেখা যায় না।</p> <p>১৯। বাংলাদেশে আমদানি করা পণ্যের ক্ষেত্রে কোন ধরনের বাজার দেখা যায়?<br /> উত্তর : বাংলাদেশে আমদানি করা পণ্য কিংবা সেবার ক্ষেত্রে একচেটিয়া বাজার দেখা যায়।</p>