হেডফোন সংযুক্ত করলেও মোড পরিবর্তন বা অ্যাপ চালুর মতো কাজগুলোর লজিক সেট করা যাবে, আবার স্মার্টহোম ডিভাইস থাকলে সূর্যোদয়-সূর্যাস্ত অনুযায়ী লাইট জ্বালানো-নেভানো, আবহাওয়া অনুযায়ী এসি বা হিটার চালনা বা ক্যামেরার সামনে কেউ আছে কি না সে অনুযায়ী বাসার ডিভাইসগুলো চালু বা বন্ধ করার মতো লজিকও প্রগ্রাম করা সম্ভব। প্রতিটি লজিক অল্পবিস্তর সময় প্রতিদিনই বাঁচাতে সাহায্য করবে।
লিংক : https://t.ly/TE2q8
হ্যাবিটকা
ভালো অভ্যাস তৈরি করা—বলতে সহজ হলেও করা কঠিন। হ্যাবিটকা প্রতিদিনের কাজের লিস্ট ও ক্যালেন্ডারকে গেমের মতো অবজেক্টিভে পরিণত করে। সময়মতো কখন কী করতে হবে সেটা যেমন মনে করিয়ে দেবে, তেমন সেটি করতে অক্ষম হলে বা দেরি করলে অ্যাপটি তিরস্কারও করবে। দিনের বাকি সময় কী করা যেতে পারে সেটারও সাজেশন দেবে অ্যাপটি, যেমন—কাজের মধ্যে যদি বিকেলে এক ঘণ্টা বিরতি থাকে, তাহলে সে সময় হালকা ব্যায়ামের জন্য সাজেশন দিতে পারে। লিংক : https://t.ly/mphfM
অর্থ
খরচের হিসাব রাখার জন্য বেশ কয়েক ধরনের অ্যাপ রয়েছে। প্রতিটি খাতের খরচ এক জায়গায় হিসাব থাকলে তবেই আগামী দিনগুলোর জন্য সুন্দরভাবে পরিকল্পনা করা যায়।
মানি ম্যানেজার এক্সপেন্স অ্যান্ড বাজেট
দৈনিক, সাপ্তাহিক, মাসিক বা বার্ষিক—সব ধরনের আয়ের হিসাব অ্যাপটিতে রাখা যাবে। এর সঙ্গে যুক্ত করা যাবে ক্রেডিট কার্ডের লিমিট, ঋণের পরিমাণ, তার মাসিক কিস্তি ও ক্রেডিট কার্ডের বিলের পরিমাণ। যেসব ফিক্সড, যেমন—ইন্টারনেট বিল বা বাসাভাড়া, সেগুলোও প্রগ্রাম করে রাখা যাবে। এর পর এন্ট্রি করা যাবে প্রতিদিনের প্রতিটি খরচ, ছোট থেকে বড় সব। এসব ডাটা চমৎকারভাবে উপস্থাপন করবে অ্যাপটি, কোন খাতে খরচ বেড়েছে বা কমেছে দেখাবে, আগামী মাসের বেতনের আগে আর কত খরচযোগ্য টাকা বাকি আছে সেটাও হোমস্ক্রিনেই দেখা যাবে। ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট আর মোবাইল ফিন্যান্স মিলিয়ে আজকাল আসলে কত টাকা হাতে আছে সেটা চট করে বের করা মুশকিল, সেটার সুন্দর সমাধান মানি ম্যানেজার। ব্যবহার করতে কোনো পারমিশন বা অ্যাকাউন্টও লাগবে না। লিংক : https://urlzs.com/G6jZc
ফুয়েলিও
মোটরসাইকেল বা গাড়িতে কত টাকার তেল, গ্যাস ও আনুষঙ্গিক খরচ হচ্ছে, প্রতি লিটার তেলে কত কিলোমিটার চলছে এবং প্রতিদিন বাইক বা গাড়ি কোথায় যাচ্ছে এবং কত কিলোমিটার চলছে—এসব তথ্য লগ করার অ্যাপ ফুয়েলিও। গাড়ির মডেল, তেলের ধরন ও অডোমিটার রিডিং দিয়ে সেটার প্রফাইল তৈরি করে প্রতিবার তেল নেওয়ার সময় বা অন্যান্য রক্ষণাবেক্ষণের তথ্য ইনপুট দিলে এক ঝলকে মাইলেজ ও খরচের পরিমাণ দেখা যাবে। এতে হঠাৎ করে বেশি খরচ বাড়লে কোথায় খরচ বেড়েছে সেটা বের করা যাবে সহজেই। ডিভাইস পরিবর্তন বা রিসেট করলেও সমস্যা নেই, গুগল ড্রাইভ সিংক চালু থাকলে ডাটা হারাবে না। লিংক : https://rb.gy/cje9v
পাইসা এক্সপেন্স ট্র্যাকার
আয়, ব্যয়, ঋণ ও অন্যান্য অর্থের হিসাব রাখার অ্যাপ পাইসা। ফিচারগুলো আরো অনেক অ্যাপেই আছে; কিন্তু পাইসার বিশেষত্ব—অ্যাপটি ওপেনসোর্স। ব্যবহার করতেও কোনো পারমিশন বা অ্যাকাউন্টের প্রয়োজন নেই। ইন্টারফেসও গুগলের সর্বশেষ ম্যাটেরিয়াল ইউ গাইডলাইন ধরে বানানো, ফলে অ্যাপটিতে বাড়তি রিসোর্সের ভার নেই। যাঁরা অন্যান্য অ্যাপে তাঁদের আয়-ব্যয়ের হিসাব রাখতে তথ্য চুরি নিয়ে ভয় পাচ্ছিলেন, তাঁরা চাইলে পাইসার কোড নিজে পরখ করে তবেই ব্যবহার করতে পারেন। লিংক : https://rb.gy/3vzp5
স্বাস্থ্য
স্বাস্থ্য ঠিক রাখতে চাই সঠিক অভ্যাসগুলো ধরে রাখা, খাওয়াদাওয়ায় সতর্ক থাকা এবং শরীর ও মনকে প্রশান্ত রাখা। সেসবেও সাহায্যের জন্য আছে বেশ কিছু অ্যাপ।
লুপ হ্যাবিট ট্র্যাকার
হ্যাবিটকা অ্যাপের সঙ্গে লুপের প্রধান পার্থক্য, হ্যাবিটকা দৈনন্দিন কাজের ওপরই জোর দিয়ে তৈরি, আর লুপের মূল লক্ষ্য ভালো অভ্যাসগুলো তৈরি হচ্ছে কি না সেটার রিপোর্ট দেওয়া। নানা অভ্যাসের দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রিপোর্ট তৈরি করতে সাহায্য করবে লুপ। দীর্ঘদিন ব্যবহারে কোন কোন অংশে উন্নতি হয়েছে আর কোথায় বাকি আছে নিজেকে ঠিক করার, সেটাও জানান দেবে লুপ। লিংক : https://rb.gy/vcejf
মেডিটো মেডিটেশন অ্যান্ড স্লিপ
মানসিক অবসাদ ও গ্লানি দূর করতে ধ্যান ও যোগব্যায়ামের জুরি নেই। তবে একেবারে গোড়া থেকে ধ্যান ও যোগব্যায়াম শেখা শুরু করা বেশ কঠিন, সে কাজটির জন্যই আছে মেডিটো। বিগিনার ও ইন্টারমিডিয়েট, দুই ভাগে অ্যাপটি নানা আসন ও ধ্যানের উপায়গুলো হাতে-কলমে শিখিয়ে দেবে। প্রতিদিনের ধ্যান ও আসনের লগও রাখা যাবে। ঘুমানোর জন্য যেসব আসন বা ধ্যান আছে, সেগুলো সাহায্য করবে অনিদ্রা কমানোর কাজে। লিংক : https://rb.gy/a37vy
ক্যালরি কাউন্টার অ্যান্ড ফুড ট্র্যাকার
দোকানের খাবারের পরিমাণ দেখে ক্যালরি সব সময় বোঝা যায় না, তাই দ্রুতই মুটিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ছে প্রতিনিয়ত। ক্যালরি কাউন্টার অ্যাপটিতে আছে ৩০ লাখেরও বেশি খাবারের ডাটাবেস, তাই প্রতিটি খাবারের পুষ্টিগুণ আর ক্যালরির পরিমাণ চট করে লগ করে রাখা যাবে। নিজের তথ্য দিয়ে দৈনিক কতটুকু ক্যালরি খাওয়া উচিত সেটাও বের করা যাবে। এসব তথ্য কাজে লাগিয়ে ক্যালরি কতটুকু খাওয়া হচ্ছে সেটার ওপর নজরদারি বাড়িয়ে মুটিয়ে যাওয়া থেকে ব্যবহারকারীকে রক্ষা করা হবে সহজ। লিংক : https://rb.gy/133xj