তিন কোটি টাকা দামের ফ্লাইং কার
ফ্লাইং কারটির ডিজাইন আঁকা হয়েছিল একটি টিস্যু পেপারের ওপর। সিলিকন ভ্যালির কফিশপে বসে আঁকা সেই স্কেচের পূর্ণাঙ্গ রূপের দেখা মিলল আট বছর পর, ‘ডেট্রয়েট অটো শো’তে। ক্যালিফোর্নিয়াভিত্তিক অ্যালেফ এরোনটিকস ফ্লাইং কার ‘মডেল এ’র একটি নমুনা প্রদর্শন করেছে। গাড়িতে বসে যাত্রীরা ১৮০ অ্যাঙ্গলের ভিউ পাবেন।