kalerkantho

শুক্রবার । ৭ অক্টোবর ২০২২ । ২২ আশ্বিন ১৪২৯ ।  ১০ রবিউল আউয়াল ১৪৪৪

ফটো ফিচার

৯ আগস্ট, ২০২২ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফটো ফিচার

ইলেকট্রিক রেস বোটটির সামনের অংশ দেখতে জেট প্লেনের মতো। দেখলে মনে হয়, যেন পানির ওপর দিয়ে উড়ে চলছে। ‘রেস বার্ড’ নামের নৌযানটিতে যুক্ত আছে কুলিং ও হাইড্রোফয়েল প্রযুক্তি। এটি তৈরি করেছে ই১ নামের একটি কম্পানি।

বিজ্ঞাপন

আগামী বছর দ্রুতগতির এই বোট নিয়ে শুরু হবে বিশ্বের প্রথম ইলেকট্রিক রেস বোট চ্যাম্পিয়নশিপ। সম্প্রতি ইতালিতে রেস বার্ড নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।   সূত্র : ম্যাশেবলসাতদিনের সেরা