দেশের অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার জন্য ব্যবসায়ী ও উদ্যোক্তাদের চিহ্নিত করতে এবং সম্মান জানাতে ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়েছে ট্যালি সলিউশনস।
এমএসএমই অনার্সের দ্বিতীয় সংস্করণ এটি, যা উদযাপিত হয় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, কেনিয়া, নেপালসহ বিশ্বব্যাপী। বিশ্বের ৩৫০টি শহর থেকে দুই হাজারের বেশি এমএসএমই মনোনয়নপ্রাপ্ত হয়। এর ধারাবাহিকতায় বাংলাদেশের ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠানকে এমএসএমই সম্মাননা-২০২২ প্রদান করা হয়।