নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের তহবিল

  • স্টার্টআপ খাতে ইকুইটি বিনিয়োগ করতে পারবে ব্যাংক বাড়ানো হয়েছে ঋণসীমা
  • অর্থায়নের যোগ্যতা হিসেবে উদ্যোক্তার বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে
নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের তহবিল

স্টার্টআপ বা নতুন উদ্যোক্তাদের এবার বড় ধরনের সুযোগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এত দিন শুধু ঋণের সীমিত সহায়তা ছিল। এবার থেকে ব্যাংকগুলো চাইলেই স্টার্টআপ খাতে ইকুইটি বিনিয়োগ করতে পারবে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি ভেঞ্চার ক্যাপিটাল কম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যার অর্থায়ন করা হবে ব্যাংকগুলোর বার্ষিক নিট মুনাফার ১ শতাংশ থেকে।

গতকাল বুধবার জারি করা বাংলাদেশ ব্যাংকের সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে স্টার্টআপ খাতের প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই খাতকে টেকসই উন্নয়নের ধারায় আরো গতিশীল করতে বিদ্যমান স্টার্টআপ অর্থায়ন নীতিমালায় সময়োপযোগী সংশোধন আনা হয়েছে।

নতুন নীতিমালায় উল্লেখ করা হয়েছে, ব্যাংকগুলো তাদের নিজস্ব স্টার্টআপ ফান্ড থেকে শুধু ইকুইটি বিনিয়োগ করতে পারবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গঠিত ৫০০ কোটি টাকার পুনরর্থায়ন তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ বিতরণ করা যাবে।

তবে এই পুনরর্থায়ন তহবিল ছাড়া অন্য কোনো উৎস থেকে নতুনভাবে ঋণ বা বিনিয়োগ দেওয়া যাবে না। তবে আগে অনুমোদিত ঋণ বা বিনিয়োগের অর্থ ছাড় করা যাবে।

সংশোধিত নীতিমালায় ঋণসীমাও বাড়ানো হয়েছে। আগে একজন উদ্যোক্তা সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ পেতেন, এখন তা ধাপে ধাপে দুই কোটি থেকে আট কোটি টাকা পর্যন্ত দেওয়া যাবে।

অর্থায়নের যোগ্যতা হিসেবে উদ্যোক্তার বয়স কমপক্ষে ২১ বছর হতে হবে, তবে সর্বোচ্চ বয়সের কোনো সীমা রাখা হয়নি। বিদ্যমান কোনো প্রতিষ্ঠানও এ সুবিধা পেতে পারে। তবে এক যুগের বেশি আগে প্রতিষ্ঠিত হলে ঋণ পাওয়া যাবে না।

স্টার্টআপ হলো এমন একটি নতুন ব্যবসা, যা প্রযুক্তি বা নতুন ধারণার ওপর ভিত্তি করে গড়ে ওঠে। এত দিন ব্যাংকগুলো শুধু চলমান ব্যবসায় ঋণ দিত, নতুন উদ্যোক্তারা সেই সুযোগ পেতেন না।

কারণ ব্যাংকারদের ধারণা ছিল, নতুন উদ্যোগের ঝুঁকি বেশি। তবে এবার সেই ধারণার অবসান ঘটিয়ে নতুন সার্কুলারের আওতায় ব্যাংকগুলো নতুন উদ্যোক্তাদের ঋণ দেওয়ার সুযোগ পাবে। এটি দেশের স্টার্টআপ সংস্কৃতিকে আরো শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মন্তব্য

সম্পর্কিত খবর

ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা রিমান্ডে

উড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ের প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন প্রতিষ্ঠানটির চিফ কমার্শিয়াল অফিসার সাঈদ আহমেদ এবং চিফ অপারেটিং অফিসার এ কে এম সাদাত হোসেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুজনের রিমান্ডের আদেশ দেন।

মন্তব্য

পিএসসির নতুন তিন সদস্যের শপথগ্রহণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পিএসসির নতুন তিন সদস্যের শপথগ্রহণ

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া তিন সদস্যকে শপথ পড়িয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। নতুন তিন সদস্য হলেন মো. মহিউদ্দিন, মুহাম্মদ শাহীন চৌধুরী (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক) ও এম আমজাদ হোসেন (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক)। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাঁদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঁঞা।

এ সময় আপিল বিভাগের বিচারপতি ও পিএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ২০ আগস্ট সরকারি কর্ম কমিশনে (পিএসসি) তিনজন সদস্য নিয়োগ দেয় সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিন প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের কথা জানানো হয়।

 

মন্তব্য
সংক্ষিপ্ত

‘পিআর নয়, নির্দিষ্ট সময়ে নির্বাচন দিতে হবে’

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শেয়ার
‘পিআর নয়, নির্দিষ্ট সময়ে নির্বাচন দিতে হবে’

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, পিআর পদ্ধতি জনগণ মানে না। জনগণ চায় সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে। পিআর দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে।

  গতকাল রবিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে বরকতউল্লা বুলু এসব কথা বলেন। তিনি আরো বলেন, বিগত শেখ হাসিনা সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। নির্বাচিত সরকার ছাড়া এসব টাকা ফেরত আনা সম্ভব নয়। তাই অচিরেই পিআর পদ্ধতি বাদ দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

 

মন্তব্য

একটু কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাক ঘিরে মানুষের দীর্ঘ লাইন

শেয়ার
একটু কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাক ঘিরে মানুষের দীর্ঘ লাইন
একটু কম দামে পণ্য কিনতে টিসিবির ট্রাক ঘিরে মানুষের দীর্ঘ লাইন। গতকাল রাজধানীর শাহজাদপুর থেকে তোলা। ছবি : কালের কণ্ঠ
মন্তব্য

সর্বশেষ সংবাদ