ব্যক্তিগত ব্যবহারকারীদের জন্য বন্ধ হচ্ছে গুগল হ্যাংআউটস। আগামী নভেম্বর থেকে আর গুগল হ্যাংআউটসে চ্যাট করা যাবে না। গত ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রের ব্যবহারকারীদের জন্য বন্ধ হয় মেসেজিং সেবাটি।
গুগল হ্যাংআউটসের মোবাইল অ্যাপ থেকে কেউ মেসেজ আদান-প্রদান করতে চাইলে তাদের গুগল চ্যাট ব্যবহার করতে বলবে গুগল।
বিজ্ঞাপন
২০১৮ সালেই গুগল হ্যাংআউটস ব্যবহারকারীদের আলাদা অ্যাপে স্থানান্তরের পরিকল্পনা করা হয়।
২০২০ সালে গুগল চ্যাটের সব ফিচার ফ্রি করে দেওয়া হয়। হ্যাংআউটস ব্যবহারকারীদের গুগল চ্যাট ব্যবহারে উদ্বুদ্ধ করতে এতে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। এর মধ্যে আছে ডিরেক্ট কল, ইনলাইন মেসেজ থ্রেড তৈরি এবং একসঙ্গে অনেক ছবি শেয়ারের সুবিধা। সূত্র : দ্য ভার্জ