ব্যবহৃত পুরনো ফোন বিক্রি শুরু করেছে রাশিয়ার সবচেয়ে বড় মোবাইল অপারেটর ‘এমটিএস’।
এই ফোনের ক্রেতা রুশ জনগণ। রুশ-ইউক্রেন সংঘাতে পণ্যের দাম বেড়ে যাওয়া এবং পশ্চিমা ব্র্যান্ডগুলোর ফোনের সরবরাহ বন্ধ করাই এটির মূল কারণ।
মার্চ থেকেই রাশিয়ায় পণ্য পাঠানো বন্ধ করেছে অ্যাপল।
এতে চীনা স্মার্টফোন ব্র্যান্ডগুলোর বিক্রি অনেক বেড়ে গেছে। বিশেষ করে মার্চের প্রথম দুই সপ্তাহে চীনা স্মার্টফোন বিক্রির হার দ্বিগুণ বৃদ্ধি পায়।
এমটিএস এখন চীনা স্মার্টফোনই বিক্রি করছে। চীনা ব্র্যান্ডগুলোর মধ্যে আছে শাওমি, হুয়াওয়ে ও দক্ষিণ কোরিয়ার ব্র্যান্ড স্যামসাং।
এসব ব্র্যান্ডের ফোন নতুন ফোনের তুলনায় অর্ধেক দামে অফলাইনে ও অনলাইনে বিক্রি হচ্ছে। বিক্রির পরিধি আরো বাড়াতে নতুন অফার যুক্ত করার কথাও জানিয়েছে এমটিএস।
তবে এমটিএসের বিক্রি করা সব ডিভাইসই যে পুরনো তা নয়। দুই সপ্তাহ ব্যবহার করার পর ফিরিয়ে দেওয়া কিংবা প্যাকেজিং ত্রুটির কারণে বিক্রি হয়নি এমন ফোনও কিনতে পারছেন রুশ ক্রেতারা।
প্রতিটি ফোনে মিলছে তিন মাসের ওয়ারেন্টি।
সূত্র : রয়টার্স