কারখানার কাজের জন্য তৈরি রোবটও বাজাতে পারে চেলোর মতো বাদ্যযন্ত্র। ‘কুকা’ ব্র্যান্ডের দুটি রোবটিক হাত ব্যবহার করে নিজের সৃষ্ট সুর বাজিয়ে ভিডিও আপলোড করেছেন সুইডিশ সুরকার ফ্রেডরিক গ্রান। এ ধরনের সূক্ষ্ম কাজের জন্য রোবটিক হাত দুটি তৈরি করা না হলেও ফ্রেডরিক প্রগ্রামিংয়ের মাধ্যমে সেগুলো ব্যবহার করেই চেলো থেকে বের করেছেন নিখুঁত সুর।
সূত্র : ম্যাশেবল
।