২০২০-২১ অর্থবছরে নিজেদের আয় থেকে ডাক বিভাগের অংশ হিসেবে তিন কোটি ৩১ লাখ ৯৪ হাজার ৮৭৭ টাকার রাজস্ব বুঝিয়ে দিয়েছে মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিস ‘নগদ’। সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন নগদের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলমের হাত থেকে চেকটি গ্রহণ করেন। এ সময় ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিনসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুসারে, নগদের সেবা থেকে মোট আয়ের ৫১ শতাংশ ডাক বিভাগের প্রাপ্য।