করোনা মহামারিতে বিভিন্ন ব্যবসা ক্ষতিগ্রস্ত হলেও গেম ব্যবসায় সাফল্যে দ্বিগুণ মুনাফা করেছে জাপানি কম্পানি সনি। গতকাল বুধবার এক বিবৃতিতে সনি জানায়, এপ্রিল-সেপ্টেম্বর ছয় মাসে তাদের নেট মুনাফা দ্বিগুণ হয়েছে। জাপানি এই প্রযুক্তি জায়ান্ট আগামী মাসে তাদের নতুন গেম প্লেস্টেশন-৫ কনসোল ছাড়তে যাচ্ছে। আশা করা হচ্ছে, এটিতেও দারুণ সাড়া মিলবে।
বিজ্ঞাপন