kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

গুগল ম্যাপসের আইওএস সংস্করণে ‘ইনকগনিটো মোড’

১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঅ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের পাশাপাশি এবার আইওএসে চলা ডিভাইসেও ব্যবহার করা যাবে গুগল ম্যাপসের ‘ইনকগনিটো মোড’। ফিচারটি কাজে লাগিয়ে সবার নজর এড়িয়ে পছন্দের স্থানের তথ্য খোঁজার পাশাপাশি নিজের অবস্থানের তথ্যও লুকিয়ে রাখতে পারবেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী। অর্থাৎ ব্যবহারকারীরা সম্ভাব্য গন্তব্যের তথ্য সার্চ করলে বা যেখানেই ভ্রমণ করুক না কেন সেগুলোর তথ্য ম্যাপসের হিস্টরি অপশনে জমা থাকবে না। ফিচারটি চালুর জন্য অ্যাকাউন্ট আইকনে ক্লিক করে ‘টার্ন অন ইনকগনিটো মোড’ চাপ দিতে হবে। গত মাসে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য ফিচারটি উন্মুক্ত করে গুগল।

 টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ইন্টারনেট

মন্তব্যসাতদিনের সেরা