উন্মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় থাকা বিভিন্ন নিবন্ধের মানোন্নয়নে শনিবার বাংলাদেশ জাতীয় জাদুঘরের মিলনায়তনে হয়ে গেল উইকিপিডিয়া কারিগরি সম্পাদনা বিষয়ক আয়োজন ‘এডিট-আ-থন’। উইকিপিডিয়া পরিচালনাকারী সংস্থা উইকিমিডিয়া ফাউন্ডেশনের বাংলাদেশ শাখা আয়োজিত দিনব্যাপী এই আয়োজনে উইকিপিডিয়ার ৩০ জন সক্রিয় সম্পাদক অংশ নেন। আয়োজন সম্পর্কে উইকিমিডিয়া বাংলাদেশের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান জানান, বাংলা উইকিপিডিয়ায় বর্তমানে যেসব নিবন্ধ আছে, সেগুলোর মানোন্নয়নের জন্যই মূলত এ আয়োজন। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করা হবে।
বিজ্ঞাপন