ঢাকা, রবিবার ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২, ১০ মহররম ১৪৪৭

ঢাকা, রবিবার ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২, ১০ মহররম ১৪৪৭

শেখ হাসিনা ও ইন্দিরা গান্ধীর মিল-অমিল

  • আবদুল মান্নান
notdefined
notdefined
শেয়ার
শেখ হাসিনা ও ইন্দিরা গান্ধীর মিল-অমিল

দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের চোখ-ধাঁধানো বিজয়ের পর অনেকে আওয়ামী লীগপ্রধান ও টানা তৃতীয়বারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনা করতে শুরু করেছেন। এমন তুলনার প্রয়োজন আছে বলে মনে করি না। কারণ দুজন ভিন্ন সময়ে ও ভিন্ন প্রেক্ষাপটে তাঁদের নিজ নিজ দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তবে এটা ঠিক, দুই প্রধানমন্ত্রীর মধ্যে অনেক কিছুর মিল আছে।

ইন্দিরা গান্ধীর জন্ম এলাহাবাদে এক সম্ভ্রান্ত কাশ্মীরি ব্রাহ্মণ পরিবারে। ইন্দিরা গান্ধীর পিতামহ মতিলাল নেহরু তাঁর সময় একজন নামকরা আইনজীবী ছিলেন, আর বাবা জওয়াহেরলাল নেহরু আইনশাস্ত্রে অধ্যয়ন করলেও কখনো তেমন একটা আইন ব্যবসা করেননি। নেহরু পরিবার সব সময় আর্থিকভাবে সচ্ছল ছিল। পিতা-পুত্র দুজনই ভারতের স্বাধীনতার জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন।
নেহরু তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তিন হাজার ২৫৯ দিন বা ৯ বছরের মতো কারাভোগ করেছেন।

শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের পিতা ছিলেন ফরিদপুর আদালতের একজন সেরেস্তাদার। পরিবারের কিছু জমিজমা ছিল। অর্থনৈতিক মানদণ্ডে বলা যেতে পারে মধ্যবিত্ত পরিবার।

তরুণ শেখ মুজিবই হচ্ছেন পরিবারের প্রথম রাজনৈতিক ব্যক্তিত্ব। নেহরুর মতো তিনিও প্রথম জীবনে ব্রিটিশবিরোধী আন্দোলন করেছেন। নেহরু কারাজীবনে একটি অসাধারণ কাজ করেছেন। তিনি কারাগারে থাকা অবস্থায় তাঁর ১০ বছর বয়সী কন্যা ইন্দিরা গান্ধীকে নিয়মিত পত্র লিখতেন, যে পত্রগুলোতে তিনি তাঁর কন্যাকে বিশ্ব ইতিহাস, সভ্যতা, দর্শন, প্রকৃতি, ধর্ম ইত্যাদি বিষয় নিয়ে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছেন। তিনি জানতেন ওই বয়সে তাঁর কন্যা এ বিষয়গুলো হয়তো পড়তে পারবে না, কিন্তু তিনি লিখেছিলেন কন্যা একদিন বড় হলে তা পড়ে বুঝতে পারবে।
পরবর্তীকালে এই পত্রগুলো নিয়ে দুটি অসাধারণ গ্রন্থ প্রকাশিত হয় Letters from Father to Daughter ও Glimpses of World History নামে। বঙ্গবন্ধু কারাগারের অভ্যন্তর থেকে দুটি অসামান্য সাহিত্য সৃষ্টি করেছেন। একটি হচ্ছে তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ আর দ্বিতীয়টি ‘কারাগারের রোজনামচা’। এদিক দিয়ে ইন্দিরা গান্ধী আর শেখ হাসিনার জীবনে একটি মিল আছে। ইন্দিরা গান্ধী পিতার অবর্তমানে মায়ের কাছে বড় হয়েছেন। একইভাবে শেখ হাসিনারও শৈশব ও কৈশোর কেটেছে মায়ের সান্নিধ্যে। ইন্দিরা গান্ধী পরিবারের আর্থিক সংগতি ছিল বলে তিনি ভারতের ও ভারতের বাইরে অনেক নামিদামি স্কুল-কলেজ আর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন। তেমন ভাগ্য নিয়ে শেখ হাসিনা জন্ম নেননি। তিনি গোপালগঞ্জ ও ঢাকার স্কুলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন।

১৯৬৪ সালে জওয়াহেরলাল নেহরুর হঠাৎ মৃত্যু হলে প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী। তিনি ইন্দিরা গান্ধীকে তাঁর মন্ত্রিসভায় তথ্য ও বেতার যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। পিতা যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, কন্যা ইন্দিরা তখন পিতার ব্যক্তিগত অবৈতনিক সহকারী হিসেবে কাজ করতেন। বস্তুতপক্ষে সেখান থেকেই ইন্দিরা গান্ধীর রাজনীতিতে হাতেখড়ি। অন্যদিকে শেখ হাসিনা ছাত্রজীবন থেকে ছাত্ররাজনীতি করে এসেছেন। ছাত্রলীগ থেকে তিনি ইডেন মহিলা কলেজ ছাত্রসংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন। বিভিন্ন সময় ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছেন। ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন ও ১৯৬৯ সালের গণ-আন্দোলনে রাজপথ কাঁপিয়েছেন। ১৯৬৬ সালে তাসখন্দে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু হলে কংগ্রেসের বর্ষীয়ান নেতা মোরারজি দেশাইকে বাদ দিয়ে ইন্দিরা গান্ধীকে দলের প্রধান নির্বাচিত করা হয়। আর এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেন আরেক নেতা কে কামরাজ। কামরাজের ধারণা ছিল যেহেতু ইন্দিরা গান্ধী একজন মহিলা, সেহেতু তিনি হবেন একজন দুর্বল প্রধানমন্ত্রী, আর আসল ক্ষমতা থাকবে তাঁদের হাতে। এখানেই কংগ্রসের ঝানু নেতারা ভুল করেছিলেন। সেই ইন্দিরা গান্ধীই হয়ে উঠেন ভারতীয় রাজনীতিতে একজন লৌহমানবী। আওয়ামী লীগের ১৯৮১ সালের সম্মেলনে প্রশ্ন দেখা দেয় কে হবেন দলের সভাপতি। বঙ্গবন্ধুর মৃত্যুর পর তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা নির্বাসিত জীবন যাপন করছেন। বড় শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আশ্রয়ে আর ছোট শেখ রেহানা লন্ডনে। এ অবস্থায় দলের সভাপতি পদের দাবিদার একাধিক জন। দল অনেকটা ভাঙনের মুখে। দলের কিছু নেতা মনে করলেন এই ভাঙন রোধের একমাত্র উপায় বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনাকে দলের সভাপতি করা। এই চিন্তা যাঁদের মাথা থেকে এসেছে তাঁদের অনেকেই মনে করেছিলেন যেহেতু শেখ হাসিনা একজন মহিলা, তাই তিনি হবেন দলের সাক্ষীগোপাল প্রধান; আর আসল ছড়ি ঘোরাবেন তাঁরা। সেই চিন্তা থেকেই শেখ হাসিনাকে দলের সভাপতি বানিয়ে দিল্লি থেকে ঢাকায় নিয়ে আসা হলো। কিন্তু কংগ্রেস নেতাদের মতো তাঁদেরও ভুল ভাঙতে সময় লাগেনি। দ্রুততম সময়ে দল গোছানের কাজে নেমে গিয়েছিলেন শেখ হাসিনা। ইন্দিরা গান্ধীকে যখন দলের প্রধান ও প্রধানমন্ত্রী করা হয় তখন কংগ্রেস আওয়ামী লীগের মতো ছত্রভঙ্গ ছিল না। ইন্দিরা গান্ধীকে শেখ হাসিনার মতো এত চ্যালেঞ্জ নিতে হয়নি। শেখ হাসিনা যখন দলের দায়িত্ব নেন তখন বস্তুতপক্ষে বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল। তিনি যখন বিদেশে তখন ঘাতকরা এক রাতেই (১৯৭৫ সালে ১৫ই আগস্ট) তাঁর পরিবারের সব সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। বাদ যায়নি ছোট ভাই ৯ বছরের রাসেলও। তাঁর পিতার হত্যাকাণ্ডের সঙ্গে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে জড়িতরা সবাই তখন জীবিত। যেকোনো সময় তাঁর জীবনহানিও হতে পারে। আওয়ামী লীগের মতো একটি দল, যা দীর্ঘ সময় ধরে ক্ষমতার বাইরে, তাকে আবার সংগঠিত করা সহজ নয় কিন্তু শেখ হাসিনা তা করেছেন। এটি তাঁর দূরদর্শিতা আর ধৈর্যের ফল।

১৯৬৬ সালে ইন্দিরা গান্ধী প্রথম ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এই সময় কংগ্রেসের অনেক বর্ষীয়ান নেতা ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন, তা সহজে মেনে নিতে পারছিলেন না। ভারতের মিডিয়াও তাঁর প্রতি খুব সদয় ছিল না। তাঁকে বলা হতো একজন খেলনা প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠল এত সিনিয়র নেতা থাকতে ইন্দিরা গান্ধী কেন তাদের প্রধানমন্ত্রী? ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত তিনি একটানা ১১ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সময়টা ছিল খুবই কঠিন। একদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং এর ফলে ভারতের অর্থনীতির ওপর চাপ, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যেও লাগামহীন ঊর্ধ্বগতি—সব মিলিয়ে ভারতজুড়ে এক চরম অরাজক অবস্থা। এরই মধ্যে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীর ১৯৭১ সালে তাঁর নির্বাচনে বিজয় লাভকে ১৯৭৫ সালে অবৈধ ঘোষণা করেন। তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। অবস্থা সামাল দিতে তিনি ১৯৭৫ সালে দেশে জরুরি অবস্থা জারি করেন। শুরু হয় ব্যাপক ধরপাকড়। এই সময় ইন্দিরা গান্ধীর বড় ছেলে সঞ্জয় গান্ধী রাজনীতিতে প্রবেশ করেন এবং অনেকটা বেপরোয়া হয়ে ইন্দিরা গান্ধী সরকারের একটি সমান্তরাল সরকার চালু করেন; যা বাংলাদেশে খালেদা জিয়ার শাসনকালে তাঁর জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান করেছিলেন।

শেখ হাসিনাকে ইন্দিরা গান্ধীর অনুরূপ পরিস্থিতির মোকাবেলা করতে হয়নি। তিনি এরশাদবিরোধী আন্দোলন করেছেন। গৃহবন্দি হয়েছেন। অবস্থা খারাপের দিকে গেলে ইন্দিরা গান্ধী ১৯৭৭ সালে নির্বাচন ঘোষণা করেন এবং সেই নির্বাচনে তিনি ও তাঁর দল পরাজিত হয়। শুরু হয় কংগ্রেসের ভাঙাগড়া। দলে তিনি অনেকটা কোণঠাসা হয়ে পড়েন। এমন পরিস্থিতি শেখ হাসিনাকে মোকাবেলা করতে হয়নি। কারণ দলের ওপর তাঁর নিয়ন্ত্রণ নিরঙ্কুশ। ১৯৭৭ সালে নির্বাচনে ভারতীয় জনতা দল ক্ষমতায় এলেও বেশিদিন থাকতে পারেনি। তাদের সবচেয়ে বড় ভুল ছিল ইন্দিরা গান্ধী ও সঞ্জয় গান্ধীকে গ্রেপ্তার করা। ভারতের রাজনীতি আবার টালমাটাল হয়ে পড়ে আর তার প্রেক্ষাপটে ১৯৮০ সালে আরেকটি সাধারণ নির্বাচনে আবার ইন্দিরা গান্ধী সমর্থিত কংগ্রেস বিজয় লাভ করে। আর তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। এই নির্বাচনে ভারতের মুসলমানরা কংগ্রেসকে নিঃশর্ত সমর্থন দেয়।

এরশাদ পতনের পর শেখ হাসিনা আর তাঁর দল ১৯৯১ সালের নির্বাচনে জয়লাভ করবে তা অনেকটা নিশ্চিত ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি মূলত তিনটি কারণে। প্রথমটি মহিউদ্দিন আহম্মদ আর আবদুর রাজ্জাক বাকশালের ব্যানারে পৃথকভাবে নির্বাচন করা। দ্বিতীয়ত, বিএনপির সঙ্গে জামায়াতের অলিখিত নির্বাচনী আঁতাত। তৃতীয়ত, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিএনপিকে খোলামেলা সমর্থন ও আন্তর্জাতিক ষড়যন্ত্র। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে সংসদে বসেছে এবং তাদের ভূমিকা পালন করেছে।

১৯৮৪ সালের ৩০ অক্টোবর ইন্দিরা গান্ধীকে তাঁর দেহরক্ষীরা হত্যা করে। শেখ হাসিনা দেশে ফেরার পর একাধিকবার তাঁর জীবননাশের চেষ্টা করা হয়। সবচেয়ে ভয়ংকর ছিল ২০০৪ সালের ২১ আগস্ট তাঁর সমাবেশে গ্রেনেড হামলা। শেখ হাসিনা প্রথম ক্ষমতায় আসেন ১৯৯৬ সালে। তাঁর এই মেয়াদে সরকার পরিচালনায় তিনি পদে পদে বাধাগ্রস্ত হন বিএনপি-জামায়াতের কর্মকাণ্ড দ্বারা। এই মেয়াদে তিনি একটি ভয়াবহ বন্যা ও অর্থনৈতিক মন্দা মোকাবেলা করেন। আবার তিনি ক্ষমতায় আসেন ২০০৯ সালে। এরপর তিনি একটানা তিনবার ক্ষমতায় আছেন, যা ইন্দিরা গান্ধীর ভাগ্যে জোটেনি। ইন্দিরা গান্ধীকে বিএনপির মতো হঠকারী রাজনৈতিক দল ও তাদের ভয়ংকর সব সন্ত্রাস মোকাবেলা করতে হয়নি। শুনতে হয়নি আন্তর্জাতিক একাধিক শক্তির অযাচিত পরামর্শ ও হুমকি। মুখোমুখি হতে হয়নি বিশ্বব্যাংকের। দুই প্রধানমন্ত্রীকে ভিন্ন রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। তবে নির্মোহভাবে বিচার করলে শেখ হাসিনার সামনে চ্যালেঞ্জগুলো ইন্দিরা গান্ধীর চেয়ে অনেক কঠিন ছিল। একমাত্র তাঁর সাহস, দৃঢ়তা, ধৈর্য আর দূরদৃষ্টি তাঁকে এত দূর আসতে সহায়তা করেছে। তবে দুজনই পিতার আশীর্বাদে সিক্ত। একবার আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একান্ত আলাপে জানতে চেয়েছিলাম, তিনি কিভাবে এত চতুর্মুখী চাপ মোকাবেলা করেন? তিনি তাঁর মাথার ওপর টাঙানো বঙ্গবন্ধুর ছবির দিকে তাকিয়ে বলেছিলেন, যখন বেশি চাপ অনুভব করি, ফিরে যাই বাবার কাছে। মনে হয় তিনি মাথায় হাত দিয়ে বলছেন, ‘আমি আছি তো মা’। তবে দুই প্রধানমন্ত্রীই তাঁদের দেশের ইতিহাসে নিজের জন্য জায়গা করে নিয়েছেন।

লেখক : বিশ্লেষক ও গবেষক

মন্তব্য

সম্পর্কিত খবর

বাবনপুরে জেগে আছেন শহীদ আবু সাঈদ

    ড. মো. ফখরুল ইসলাম
শেয়ার
বাবনপুরে জেগে আছেন শহীদ আবু সাঈদ

বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই ২০২৪ মাসটি এক অনন্য মর্যাদার দাবিদার। এই মাসে বারবার রক্ত ঝরেছে, শিক্ষার্থী-শ্রমিক-জনতার আহ্বানে কেঁপে উঠেছে শাসকের প্রাসাদ। সেই উত্তাল জুলাইয়ের সূচনা ঘটেছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মাটি রঞ্জিত করে আবু সাঈদ নামের এক শিক্ষার্থীর রক্তে। পীরগঞ্জের বাবনপুর নামক গ্রামে একটি বাঁশের বেড়া দেওয়া কবরে তিনি শুয়ে আছেন নীরবে, নিঃশব্দে।

তিনিই জুলাই বিপ্লবের প্রথম শহীদ। তাঁর মৃত্যু কেবল একটি প্রাণহানির ঘটনা নয়, বরং তা ছিল রাষ্ট্রীয় নিপীড়নের নগ্ন প্রকাশ এবং ছাত্ররাজনীতির নতুন পর্বের সূচনাবিন্দু।

রংপুরে শিক্ষার বাতিঘর হয়ে উঠেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কিন্তু রাষ্ট্রযন্ত্রের অব্যবস্থাপনা, নিয়োগ বাণিজ্য, রাজনৈতিক দখল ও অবমূল্যায়নের কারণে নতুন এই বিশ্ববিদ্যালয়টি বারবার পরিণত হয়েছে ক্ষোভের আগ্নেয়গিরিতে।

যখন সারা দেশে শিক্ষার্থীরা চাকরিতে কোটা সংস্কার ও নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন, তখন এখানেও জুলাই ২০২৪-এর বিস্ফোরণ ঘটে যায়। কিন্তু শান্তিপূর্ণ সেই কর্মসূচির জবাব এসেছিলি উগ্র পুলিশের রাইফেলের নির্মম গুলিতে। এই শহীদ শিক্ষার্থীর মৃত্যুর পর সারা দেশের বিশ্ববিদ্যালয়ে বিদ্রোহের জোয়ার উঠেছিল।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/07.july/05-07-2025/kalerkantho-ed-1a.jpgজুলাই বিপ্লব তাই কেবল রংপুরের বা বেরোবির নয়।

এটি সর্বজনীন এক ছাত্র আন্দোলনের রূপরেখা। শাহবাগ থেকে রাজশাহী, চট্টগ্রাম থেকে খুলনাপ্রতিটি প্রাঙ্গণে যে উত্তাপ ছড়িয়ে পড়েছিল, তার কেন্দ্রে রয়েছে বাবনপুরে শহীদ হওয়া সেই অজানা নামটি, যে মৃত্যুর মধ্য দিয়ে জাগিয়ে তুলেছে একটি জাতিকে।

এই শহীদ যেন আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছেন, বাংলাদেশে ছাত্ররাই বারবার যুগ পরিবর্তনের সূচনা করেন। হোক তা ভাষা আন্দোলন, স্বাধিকার সংগ্রাম কিংবা স্বৈরাচারবিরোধী লড়াই। আমরা চাই, এই শহীদের রক্ত বৃথা না যাক।

আমরা চাই, বাবনপুর হোক সতর্কবার্তা, রাষ্ট্র যেন আর কখনো শিক্ষাপ্রতিষ্ঠানে গুলির ট্রিগারে আঙুল না তোলে।

জুলাই বিপ্লবের এই প্রথম শহীদের স্মরণে রাষ্ট্র কি আরো একটু নত হবে, নাকি আবারও চলবে এড়িয়ে যাওয়ার নীলনকশা? যদি তা-ই হয়, তবে আগামী দিনগুলো আরো অস্থির, আরো উত্তাল হবে।

যেখানে বাধাগ্রস্ত হবে, সেখানেই জুলাইকে তুলে ধরতে হবে’—এই চেতনা দেরিতে এলো কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে রাষ্ট্রযন্ত্রের চেহারার ভেতরে, যা দিন দিন হয়ে উঠছে আরো দুর্বিনীত, অসহনশীল ও জনবিচ্ছিন্ন। যখন দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পাস করার পর চাকরির জন্য ঘুরে বেড়ান, তাঁদের দাবি উপেক্ষা করে, বিরোধিতা করে, এমনকি দমন করতে গিয়েই সরকার তার আসল চেহারা উন্মোচন করে। ঠিক এখানেই জুলাই এসে দাঁড়িয়েছিল প্রতিবাদের ভাষা হয়ে। এটি কেবল একটি মাস নয়, এটি একটি ধারণা, একটি রাজনৈতিক চেতনা, একটি ঐতিহাসিক ধারাবাহিকতার নাম, যা শেখায় জুলুমের বিরুদ্ধে চুপ থাকা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। তাই যখনই কোথাও প্রতিবাদ বাধাগ্রস্ত হবে, যখনই মত প্রকাশের অধিকার পদদলিত হবে, তখনই জুলাইকে তুলে ধরতে হবে প্রতিরোধের এক ছায়াছবির মতো।

বাবনপুরে শায়িত জুলাই বিপ্লবের প্রথম শহীদ, তাঁর জীবন দিয়ে আমাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছেন, প্রতিবাদের মুখ বন্ধ করে রাখা যায় না। তাই তাঁর মৃত্যু আর দশটি মৃত্যুর মতো নয়, বরং এটি এক বিস্মৃত সময়কে জাগিয়ে তোলার মুহূর্ত, যেখানে জুলাই আবার ফিরে এসেছে জনতার পাশে দাঁড়াতে।

এখন বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে, সংবাদমাধ্যমে, এমনকি সংসদের ভেতরেও যদি অন্যায় চাপিয়ে দেওয়া হয়, তবে সেখানেই জুলাইকে তুলে ধরতে হবে। কারণ এই মাস শেখায় শুধু স্মৃতিচারণা নয়, স্মৃতি দিয়ে বাস্তব পরিবর্তনের দাবিও তোলা যায়।

তাই আমাদের দায়িত্ব এই শহীদের মৃত্যু যেন অন্ধকারে হারিয়ে না যায়। রাষ্ট্র যদি কখনো ন্যায়ের পথ ছেড়ে নিপীড়নের দিকে হাঁটে, তাহলে প্রতিটি গ্রামে বাবনপুরের মতো একেকটি জুলাই জন্ম নিতে পারে।

এমন সময় হয়তো আবারও প্রশ্ন উঠবে, জুলাই-জুলাই বলে এত মাতামাতি কেন? আমরা তখন উত্তর দেব, এর কারণ আমাদের প্রতিবাদের জায়গাগুলো একে একে নিঃশব্দ হয়ে যাচ্ছে। আর যেখানে হাতে মুষ্টি তুলে পথে নেমে সমস্বরে চিৎকার করা নিষিদ্ধ, সেখানে জুলাই-ই হয়ে উঠতে পারে একমাত্র ভাষা।

শহীদ আবু সাঈদের মৃত্যু কেবল একটি গুলি বা একটি সংবাদ শিরোনাম ছিল না। এটি একটি সাবধানবাণীও ছিল। বেরোবির পার্কের মোড়ের অদূরে যা ঘটেছিল, তা ছিল আসলে পুরো রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি। যেখানে কথা বলা মানেই অপরাধ, দাবি জানানো মানেই রাষ্ট্রদ্রোহ মনে করা হয়েছিল।

সেদিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা যখন শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলেন, তখন রাষ্ট্র কী করেছিল? তারা কেন সেদিন তাঁদের দিকে বন্দুক তাক করল? সেদিন যে তরুণ শহীদ হলেন, তিনি যেন গোটা বাংলাদেশের হয়ে প্রতিবাদ করতে গিয়ে প্রাণ বিসর্জন দিতে বদ্ধপরিকর ছিলেন, তৎকালীন ক্ষমতাধরদের কাছে তা অনুধাবন করা কি খুব জটিল বিষয় ছিল?

বাংলাদেশের ইতিহাসে প্রতিবাদের ঐতিহ্য খুব গর্বের। ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান, স্বৈরাচারবিরোধী আন্দোলনসবখানেই ছাত্রসমাজ পথ দেখিয়েছে। কিন্তু ২০২৪ সালে এসেও ছাত্রসমাজের কণ্ঠ রোধ করতে গুলি ব্যবহার করতে হয়, এটি কি রাষ্ট্রের দুর্বলতা নয়? আগামী দিনে আমরা এ ধরনের আর কোনো রাষ্ট্রীয় দুর্বলতা ও ভয় দেখতে চাই না।

জুলাই বিপ্লবের এই প্রথম শহীদ শব্দটি যেন আমাদের সবার কাঁধে নতুন দায়িত্ব চাপিয়ে দেয়। এর মানে, আরো অনেক শহীদ আসতে পারেন, যদি রাষ্ট্র তার দমননীতি থেকে ফিরে না আসে। যদি কথা বলার জায়গা, ভিন্নমতের জায়গা একে একে নিঃশব্দ হয়ে যায়, তাহলে শেষ ভরসা হয় রক্ত। বেরোবির ইংরেজি পড়ুয়া অকুতোভয় ছাত্র আবু সাঈদ পুলিশের তাক করা বন্দুকের নলের সামনে বুক উঁচিয়ে গুলি খেতে দ্বিধাহীন না থাকলে আজ কী করতাম আমরা, তা কি কেউ ভেবে দেখেছেন?

জন্ম নিলেই সবাইকে একদিন না একদিন নির্বাক হতে হয়। কিন্তু সবার কথা কি সব মানুষের অনন্তকালব্যাপী মনে থাকে? শহীদ আবু সাঈদ বাবনপুরে শুয়ে আমাদের শিখিয়ে দিচ্ছেন, দেশের যেকোনো প্রয়োজনে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে নির্বাক থাকার দিন শেষ।

 

লেখক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন

fakrul@ru.ac.bd

মন্তব্য

বিদ্যুতায়িত হওয়া থেকে বন্যপ্রাণীদের বাঁচানোর উপায় কী

    ড. বিভূতি ভূষণ মিত্র
শেয়ার
বিদ্যুতায়িত হওয়া থেকে বন্যপ্রাণীদের বাঁচানোর উপায় কী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন প্রজাতির প্রাণীর মৃত্যু। দীর্ঘদিন ধরে ঘটছে এমন ঘটনা। তাই স্বভাবতই প্রশ্ন উঠেছে, এ দায় কার? বিদ্যুৎ বিভাগ অবশ্য নিজেদের দায় এড়ানোর জন্য আবরণযুক্ত তার ব্যবহার করছে। বন্যপ্রাণীর মৃত্যু।

নানাভাবেই এর মৃত্যু ঘটছে। দিন দিন বন্যপ্রাণীর সংখ্যা কমে যাওয়ায় একটি প্রাণীর মৃত্যুও এখন ভাবিয়ে তোলে পরিবেশবিদদের। বিষয়টি আরো বড় হয়ে ওঠে যখন দেখা যায় যে এসব ঘটনা বারবার ঘটছে।

২০২১ সালে একটি পত্রিকায় খবর এসেছিল, চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে।

সেখানে দেখা যায়, পাকা ধান রক্ষা করার জন্য ধানক্ষেতে অবৈধভাবে বিদ্যুত্সংযোগ দিয়ে রাখা হয়েছিল। এটি বিদ্যুত্সংযোগ দিয়ে রাখার কারণে ঘটেছে। এতে যে হাতি মারা গিয়েছিল, তার বয়স ছিল প্রায় ৫০ বছর। মা হাতি।
হাতিটির শুঁড়ের নিচে অতিরিক্ত রক্তক্ষরণও দেখা গিয়েছিল। 

২০২২ সাল। একটি পত্রিকায় খবর আসে, মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সংরক্ষিত বনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বানর ও চশমাপরা হনুমানের মৃত্যু ঘটে। বনের ভেতরে রয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। এই লাইনে জড়িয়ে অনেক বন্যপ্রাণীর মৃত্যু ঘটে।

এখানকার ঘটনাটি ছিল ভিন্ন। বনের ভেতর অবৈধভাবে সহস্রাধিক মানুষ বসবাস করছিল। তারা প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে বনের ভেতরে অবৈধভাবে বসবাস করে আসছে। তাদের মধ্যে অন্তত ৭০০ পরিবারকে বিদ্যুত্সংযোগও দেওয়া হয়। এর ফলে শুধু বন্যপ্রাণীর মৃত্যু ঘটেনি, স্থানীয় বন্যপ্রাণীরা বিভিন্নভাবে হুমকির মুখে পড়েছিল।

২০২২ সালেরই মৌলভীবাজার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঘটনা এটি। ওই বছর মার্চের ১৩ তারিখে একটি পত্রিকায় খবর প্রকাশিত হয় যে গত দুই সপ্তাহেই সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারটি চশমাপরা হনুমানের মৃত্যু ঘটেছে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানে ২০২১ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর, মুখপোড়া হনুমান, চশমাপরা হনুমানসহ ৯টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। ২০২১ সালের ৯ এপ্রিল গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের কাছে একটি লজ্জাবতী বানর মারা যায় বিদ্যুতায়িত হয়ে। একই বছরের ১৮ জুন রামনগর এলাকায় একটি চশমাপরা হনুমান, ১৬ জুলাই কালাছড়া বিট অফিসের কাছে একটি মুখপোড়া হনুমান, ২৪ জুলাই ভিক্টোরিয়া স্কুলের সামনে একটি বানর এবং ১৩ সেপ্টেম্বর আরেকটি বানরের মৃত্যু ঘটে। এসব ঘটনায় সেখানে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ পল্লী বিদ্যুৎ সমিতিকে খোলা তারের পরিবর্তে আবরণযুক্ত তার প্রতিস্থাপনের চিঠি দেয়।

একটি পত্রিকার তথ্য মতে, মৌলভীবাজারের পাথারিয়া সংরক্ষিত বনে ২০২৪ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন প্রজাতির প্রায় ১১টি প্রাণী মারা গেছে। চারটি লজ্জাবতী বানর মৃত পাওয়া যায় জুড়ী রেঞ্জের লাঠিটিলায়, তিনটি চশমাপরা বানরও মৃত পাওয়া যায় সেখানে। এ ছাড়া বড়লেখা রেঞ্জের মাধবকুণ্ড ইকোপার্কেও চারটি লজ্জাবতী বানর মারা যায়। এসব ক্ষেত্রেও আবরণহীন বৈদ্যুতিক তারের কারণে এমন ঘটছে বলে স্থানীয় পরিবেশবাদী সংগঠন দাবি করছে। বিদ্যুৎ বিভাগ দায় এড়াতে কিছু জায়গায় প্লাস্টিক দিয়ে মুড়িয়েছে। পত্রিকায় জানানো হয়েছে, বনের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে বৈদ্যুতিক তারের কোনো আবরণ নেই। 

এভাবে বিদ্যুতায়িত হয়ে বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা ভারতেও ঘটে। সেখানকার ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বন্যপ্রাণী মারা গেছে ২২টি। ২০২০ সালে একইভাবে বন্যপ্রাণী মারা গেছে ১০টি এবং ২০২১ সালে ১৬টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে এভাবে। এ ক্ষেত্রে ভারত বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, যা আমরাও প্রয়োগ করতে পারি। তারা বন্যপ্রাণী চিকিৎসা পরিকাঠামো গঠন করেছে। উদ্ধার হওয়া বন্যপ্রাণীদের জন্য বিশেষ কেন্দ্র গড়ে তুলেছে। বৈদ্যুতিক তারগুলো ভূমি থেকে বিশেষ উচ্চতায় স্থাপন করার নির্দেশ দিয়েছে।

প্রতিটি বন্যপ্রাণীই আমাদের দেশের জন্য একেকটি সম্পদ। এসব সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমার-আপনার সবার। এ ক্ষেত্রে কেউই আমাদের দায় এড়াতে পারি না। তা বন বিভাগই হোক বা বিদ্যুৎ বিভাগ হোক বা হোক স্থানীয় জনগণ। সবাইকে সঙ্গে নিয়েই এসব বন্যপ্রাণীকে আমাদের রক্ষা করতে হবে। 

লেখক : শিক্ষক ও গবেষক   

মন্তব্য
সেলাই করা খোলা মুখ

নেতার নাম নেতানিয়াহু

    মোফাজ্জল করিম
শেয়ার
নেতার নাম নেতানিয়াহু

আমাদের শৈশবে (উনিশ শ পঞ্চাশের দশক) যেসব বিশ্বনেতার নাম ঘৃণার সঙ্গে উচ্চারিত হতে শুনেছি, জার্মানির একনায়ক অ্যাডল্ফ হিটলার (১৮৮৯-১৯৪৫) ছিলেন তাঁদের মধ্যে এক নম্বরে। তাঁর মতো আর কেউ বোধ করি মানবজাতির ইতিহাসে এত ধ্বংস ও অকল্যাণের জন্ম দেয়নি। ইহুদিদের প্রতি ছিল তাঁর এক ধরনের বিজাতীয় ক্রোধ। তিনি মনে করতেন, প্রথম বিশ্বযুদ্ধে (১৯১৪-১৯১৮) জার্মানরা ইহুদিদের কারণেই পরাজয় বরণ করেছিল।

একই ভূমিকায় মুসলিম নিধনে অবতীর্ণ হয়েছেন হাল আমলের হিটলার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ভদ্রলোক (?) বোধ হয় রোজ কিছুসংখ্যক ফিলিস্তিনি আবাল-বৃদ্ধ-বনিতা হত্যার সংবাদ না পেলে পানিটুকুও পান করেন না! বিশেষ করে খাদ্য-পানীয়ের সরবরাহ বন্ধ করে দেওয়া ফিলিস্তিনের গাজা নামক মুসলিম জনপদে অসহায় নারী ও শিশুদের মৃত্যুবরণ তাঁকে বোধ হয় এক ধরনের পৈশাচিক আনন্দ দান করে। তাঁর এই চরম মানবতাবিরোধী অপতৎপরতা প্রতিনিয়ত বিশ্ববাসীর মর্মমূলে আঘাত হানছে। কিন্তু নির্মম সত্য হচ্ছে, বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের শতকরা এক শ ভাগ আশীর্বাদপুষ্ট ইসরায়েলের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে জোর প্রতিবাদ জানাচ্ছে না।

ফলে এ কথা এখন মোটামুটি দিবালোকের মতো স্পষ্ট যে ইসরায়েলকে এই অঘোষিত যুদ্ধে শিখণ্ডী বানিয়ে পেছন থেকে ঘুঁটি চালাচ্ছে বিগ ব্রাদার মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র না হয় বোধগম্য কারণে ইসরায়েলকে মদদ দিয়ে যাচ্ছে, কিন্তু এত বড় যে মুসলিম বিশ্ব তার ভূমিকা কী? তার সদস্যরা কি কেবল বক্তৃতা-বিবৃতি দিয়ে তাঁদের ভূমিকা পালন করছেন? তাঁদের সংগঠন ওআইসি (অর্গানাইজেশন অব মুসলিম কনফারেন্স) কি অদ্যাবধি ফিলিস্তিনের পক্ষে কোনো কার্যকর ব্যবস্থা নিয়েছে, যা দেখে ইসরায়েল তার হত্যাযজ্ঞ চালানোর আগে দ্বিতীয়বার চিন্তা করবে? উত্তর নিশ্চয়ই না। অথচ তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যের সব দেশই মুসলিম দেশ। তাদের এক ভ্রুকুটিতে ইসরায়েলের ঘাম ছুটে যাওয়ার কথা।

আফসোস! এই যে প্রতিনিয়ত গাজা উপত্যকায় শত শত অসহায় মানুষ, যাদের মধ্যে অসহায় নারী-শিশু ও হাসপাতালের শয্যায় শায়িত মুমূর্ষু রোগীর সংখ্যাও নিতান্ত কম নয়ঘাতক বাহিনীর হাতে প্রাণ দিচ্ছে, তাদের করুণ আর্তি কি প্রতিবেশী মুসলিম রাষ্ট্রগুলোর ভ্রাতৃপ্রতিম জনগণের ও তাদের শাসককুলের কর্ণকুহরে প্রবেশ করে না? খাদ্যাভাবে মরণোন্মুখ শিশুদের জন্য প্রেরিত খাদ্যদ্রব্য ও পানীয় গন্তব্যস্থলে পৌঁছাতে দিচ্ছে না ইসরায়েলি ঘাতকরাএই দৃশ্য টিভির পর্দায় দেখে জাতি-ধর্ম-নির্বিশেষে সব মানুষের প্রাণ কাঁদে, কাঁদে না শুধু ওআইসির নেতাদের। তাহলে লোকে যে বলে জাতি-ধর্ম-নির্বিশেষে সব দেশ, সব মানুষ যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে হিসাব কষতে শুরু করে নিজের লাভক্ষতিরএটাই কি তবে সত্যি? ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে ইসরায়েলকে ধমক দিতে গেলে বড় মিয়া নাখোশ হয়ে পাল্টা ধমক দেবেনএই ভয়ে এবং নানা রকম রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সুবিধা প্রদান বন্ধ করে দিতে পারেন এমন আশঙ্কার কথা ভেবে মুসলিম বিশ্বের বৃহৎ শক্তিগুলো মনে হয় চাচা, আপন প্রাণ বাঁচা নীতি অনুসরণ করছে। আর তাদের নিষ্ক্রিয়তার কারণে জাতিসংঘ বা ইউনিসেফের মতো জাতিসংঘের অঙ্গসংগঠনও তেমন কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে না। ফলে অবস্থানটা কী দাঁড়াল? তুমুল বোমাবৃষ্টির মধ্যে ফিলিস্তিন তুমি জনহীন প্রান্তরে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকো, বজ্রাঘাতে নিশ্চিহ্ন হয়ে যাও তুমি, স্যরি, আমরা কেউ তোমার মাথার ওপর ছাতা ধরতে আসতে পারছি না, সরিয়ে নিতে পারছি না তোমাকে কোনো নিরাপদ আশ্রয়ে।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/07.july/05-07-2025/kalerkantho-rb-1a.jpgএই প্রেক্ষাপটে ইসরায়েলের অন্দরমহলে একটু ঢু মারার চেষ্টা করা যাক।

সেখানে কি ইসরায়েলিরা তাদের বহুল আলোচিত নেতা বেনিয়ামিন নেতানিয়াহুকে খুশির চোটে কাঁধে তুলে অহোরাত্র নৃত্য করছে আর স্লোগানে স্লোগানে দশ দিগন্ত প্রকম্পিত করছে : নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। দুঃখিত, না, ব্যাপারটা মোটেই সে রকম নয়। পত্রপত্রিকায় যা দেখা যায়, তাতে মনে হয় ইসরায়েলিরা বরং নেতাজি নেতানিয়াহুর কর্মকাণ্ডে রীতিমতো তিতিবিরক্ত। হাজার হাজার ফিলিস্তিনিকে বোমা মেরা উড়িয়ে দেওয়ার চেয়ে তারা বেশি আগ্রহী তাদের ভাই-বেরাদর যারা ফিলিস্তিনিদের হাতে বন্দি হয়ে আছে, তাদের ফেরত পেতে, যদিও তাদের সংখ্যা খুব একটা বেশি না। এ নিয়ে তারা রাজধানী তেল আবিব ও অন্য শহরে বিক্ষোভ সমাবেশ করছে। নেতাজি নাকি নিজভূমের জনগণের কাছে দ্রুত আস্থা হারাচ্ছেন। কী কপাল! বেচারা নিজের শক্তিমত্তা জাহির করার জন্য সেদিন বেমক্কা আক্রমণ করে বসলেন ইরান, কিন্তু ফলাফল দাঁড়াল শূন্য। তিনি হয়তো ভেবেছিলেন ইরানিরা ফিলিস্তিনিদের মতো অসহায় এতিম। কিন্তু তাঁর হিসাবে যে দারুণ ভুল ছিল, তা হয়তো তিনি টের পেলেন সপ্তাহ দুয়েকের যুদ্ধে ইরানিদের হাতে দারুণ মার খেয়ে, যদিও বিশ্ববাসীকে তিনি জানিয়ে দিলেন তিনি নাকি যুদ্ধে জয়লাভ করেছেন। দীর্ঘ দুই যুগ ধরে তাঁর মতো ক্ষমতা আঁকড়ে ধরে থেকে ধরাকে সরাজ্ঞান করার ভূরি ভূরি উদাহরণ আছে। (পাদটীকা : বাংলাদেশের গত প্রায় দেড় যুগের দৃশ্যপট।)

নেতানিয়াহু যে কেবল একজন হৃদয়হীন যুদ্ধবাজ নেতা তা-ই নয়, তাঁর আরেকটি বড় পরিচয় তিনি একজন দুর্নীতিবাজ ব্যক্তি। তিনি বিশ্বের হাতে গোনা কয়েকজন প্রধানমন্ত্রীর একজন, যিনি দুর্নীতির দায়ে ক্ষমতায় থাকা অবস্থায় আসামির কাঠগড়ায় নিয়মিত দাঁড়াচ্ছেন। বিজ্ঞজনদের অভিমত, নিজ দেশের মানুষের দৃষ্টি তাঁর পাহাড়প্রমাণ দুর্নীতি থেকে অন্যদিকে ফেরানোর মতলবেই তিনি ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। সে যা-ই হোক, তিনি দুর্নীতি করে টাকার পাহাড় বানান আর পর্বত বানান, সেটি নিয়ে আমরা চিন্তিত নই, আমাদের প্রাণ কাঁদে ওই সব মৃত্যুপথযাত্রী ক্ষুিপপাসায় কাতর আবাল-বৃদ্ধ-বনিতার জন্য, বিশেষ করে কুসুমকলি অবুঝ শিশুদের জন্য, যাদের উদ্দেশে প্রেরিত ত্রাণটুকুও ইসরায়েলি পাশব বাহিনী গাজার অবরুদ্ধ অঞ্চলে যেতে দেয় না। হায়! একদিকে গাজায় হয় বোমার আঘাতে, না হয় খাদ্যাভাবে প্রতিদিন অকালে ঝরে পড়ছে শত শত নারী-পুরুষ-শিশু আর অন্যদিকে এই বিশ্বের পরাশক্তিগুলো শান্তির ললিত বাণী গেয়ে শোনায় বিশ্ববাসীকে প্রতিনিয়ত।...ঠাট্টা আর কাকে বলে!

ভালো কথা, শেষ করার আগে আয়নায় নিজের চেহারাটা একবার ভালো করে দেখে নিই। সব ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস আমাদের এই দেশের। এ দেশের মানুষ যুগে যুগে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে কী করে অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। এর সবচেয়ে বড় প্রমাণ একাত্তরে আমাদের মুক্তিযুদ্ধ। এ দেশে অন্যায়-অত্যাচার করে কেউই পার পেতে পারেনি। বিশ্বের কোথাও অত্যাচারীর খড়্গকৃপাণ উত্তোলিত হতে দেখলে বাংলাদেশের মানুষ তার প্রতিবাদ করেছে। কিন্তু আশ্বর্য, সেই বাংলাদেশ ইসরায়েলের ব্যাপারে কেমন জানি উদাসীন। এই যে প্রতিনিয়ত শত শত অবোধ শিশু ও অসহায় নারী-পুরুষ বলি হচ্ছে ইসরায়েলি যূপকাষ্ঠে, তারা মুসলমান না ইহুদি, খ্রিস্টান না হিন্দু, আস্তিক না নাস্তিক, সেটা বড় কথা নয়, তাদের প্রথম এবং প্রধান পরিচয় তারা মানুষ। তারা অসহায় নিরপরাধ মানুষ। এই পৃথিবীতে আপনার, আমার এবং ওই নরখাদক নেতানিয়াহুর যেমন বাঁচার অধিকার আছে, তাদেরও আছে সেই সমান অধিকার। সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে সদা সোচ্চার বাংলাদেশের মানুষের কাছ থেকে এই নির্লিপ্ত আচরণ নিশ্চয়ই প্রত্যাশিত নয়। ইসরায়েলের, বিশেষ করে তার খুনি নেতা নেতানিয়াহুর, এই নরমেধযজ্ঞের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক দলগুলোকেও তেমন সোচ্চার হতে দেখি না। কেসটা কী? তাহলে এখানেও কি সেই বড় মিয়া ফ্যাক্টর কাজ করছে? কী জানি! বলতেই হয়, বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি!

অগত্যা অগতির গতি দয়ামত আল্লাহপাকের দরবারে অসহায় ফিলিস্তিনিদের রক্ষার জন্য প্রার্থনা জানিয়ে শেষ করছি। আমিন। সুম্মা আমিন। সুধী পাঠক-পাঠিকা, আশা করি, আপনারাও নিশ্চয়ই এই প্রার্থনায় শরিক হবেন। আমিন।

লেখক : সাবেক সচিব ও কবি

mkarim06@yahoo.com

প্রাসঙ্গিক
মন্তব্য

স্বাদে ও পুষ্টিতে ভরা মৌসুমি ফল ও তার বাজার

    ড. জাহাঙ্গীর আলম
শেয়ার
স্বাদে ও পুষ্টিতে ভরা মৌসুমি ফল ও তার বাজার

আম, লিচু, আনারস ও কলা প্রচুর পরিমাণে বাজারজাতকরণ হচ্ছে। কাঁঠালও প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে বাজারে। কৃষি অর্থনীতিতে এই ফলগুলোর গুরুত্ব খুবই তাৎপর্যপূর্ণ। গরমে অতিষ্ঠ দেশের খেটে খাওয়া মানুষের মনে এ সময় শান্তির পরশ বোলায় বিভিন্ন রসালো ফলের বিপুল জোগান।

জ্যৈষ্ঠ মাসে সুস্বাদু ফলের সরবরাহ থাকায় একে অনেকেই বলে মধুমাস। আভিধানিক অর্থে মধুমাস হলো চৈত্র মাস। কবিগুরু তাঁর ১৩০৪ বাংলা সনে লেখা গানে চৈত্র নিশীথশশী এবং উন্মাদ মধুনিশি অভিধায় আখ্যায়িত করেছেন। তবে ব্যবহারের আধুনিকতা ও জনপ্রিয়তায় এখন মধুমাস বলতে জ্যৈষ্ঠকেই নির্দেশ করে।
জ্যৈষ্ঠ পেরিয়ে আসে আষাঢ়। পরে শ্রাবণ। তখনো থাকে রকমারি ফলের প্রাচুর্য। বিভিন্ন দেশীয় ফল আমাদের সংস্কৃতি ও সভ্যতার বড় অংশ।

এ দেশে ফলের উৎপাদন হয় প্রায় এক কোটি ৫০ লাখ টন। এর ৫০ শতাংশই উৎপাদিত হয় জ্যৈষ্ঠ-আষাঢ় থেকে শ্রাবণ মাসের মধ্যে। বাকি ৫০ শতাংশ উৎপাদিত হয় অবশিষ্ট ৯ মাসে। কয়েকটি ফল উৎপাদনে পৃথিবীর প্রথম সারির ১০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান। ২০ বছর ধরে এ দেশে ফল উৎপাদন বৃদ্ধির হার ছিল গড়ে ১২.৫ শতাংশ।

দ্রুত উৎপাদন বৃদ্ধি পাওয়ায় ফলের মাথাপিছু প্রাপ্যতা সম্প্রতি অনেক বেড়েছে। এতে কিছুটা হ্রাস পেয়েছে আমাদের পুষ্টিহীনতা। তবু ঘাটতি আছে ফলের। এ দেশে মোট ৭২ জাতের ফল সচরাচর দৃষ্টিগোচর হয়। এর মধ্যে ৯টি প্রধান এবং ৬৩টি অপ্রধান। প্রধান ফলগুলোর মধ্যে রয়েছেআম, কলা, কাঁঠাল, আনারস, পেঁপে, পেয়ারা, নারকেল, কুল ও লিচু। এগুলো মোট ফল এলাকার প্রায় শতকরা ৭৯ ভাগ জমি দখল করে রয়েছে। অবশিষ্ট শতকরা ২১ ভাগ জমিতে অপ্রধান ফলগুলোর চাষ। অপ্রধান ফলগুলোর মধ্যে যেগুলো সচরাচর দৃশ্যমান, সেগুলো হলো সফেদা, কামরাঙা, লটকন, আমড়া, বাতাবি লেবু, কদবেল, বেল, জলপাই, খেজুর, তাল, তেঁতুল, জাম, জামরুল, আমলকী, বাঙ্গি, তরমুজ ইত্যাদি। বাকি ফলগুলো খুবই কম চাষ হয়, যেগুলো আমরা অনেকে চিনি আবার অনেকেই চিনি না। এগুলোর মধ্যে আছে অরবরই, গাব, বিলেতি গাব, আতা, শরিফা, কাউফল, তৈ কর, চালতা, ডুমুর, পানিফল, মাখনা, বকুল, লুকলুকি, ডেউয়া, করমচা, কাঠবাদাম, গোলাপজাম, তুঁত, মনফল ইত্যাদি। ইদানীং কিছু নতুন ফলের আবাদও হচ্ছে। এর মধ্যে রাম্বুটান, স্ট্রবেরি, ড্রাগন ফল, অ্যাভোকাডো ও মালটা অন্যতম। এগুলোর উৎপাদন বৃদ্ধির সঙ্গে ভোক্তা পর্যায়ে দাম কমে আসছে। কিছুদিন আগেও প্রতি কেজি ড্রাগন ফলের দাম ছিল ৬০০ টাকা। এখন তা বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি। দেশের অভ্যন্তরে বিভিন্ন ফলের উৎপাদন বৃদ্ধির কারণে বিদেশি ফল আমদানির পরিমাণ হ্রাস পাচ্ছে। মানুষ নাশপাতি, আপেল ও আঙুর কেনার পরিমাণ কমিয়ে দিয়ে আম, লিচু, পেয়ারা ও বরই বেশি করে কিনে নিচ্ছে। ভোক্তারা মনে করে, দেশি ফল কেমিক্যাল ও প্রিজারভেটিভ মুক্ত। দামেও সস্তা। তাই পারিবারিক চাহিদা পূরণে এবং মেহমান আপ্যায়নে ফলই প্রধান ভরসা।

বাংলাদেশে উৎপাদিত প্রধান ফলগুলোর মধ্যে অন্যতম হলো আম। ১৫ মে থেকে শুরু হয়েছে আম পাড়া। প্রথমেই গুটি, হিমসাগর, গোপালভোগ, লক্ষ্মণভোগ, মিশ্রিভোগ, ক্ষীরশাপাতি, ল্যাংড়া ইত্যাদি আগাম জাতের আম পেড়ে নেওয়া হয়। এরপর বাজারে আসে হাঁড়িভাঙ্গা, আম্রপালি ও ফজলি আম সামনে বাজারে আসছে। বারি আম-৪, আশ্বিনা ও গৌরমতি আসবে জুলাইয়ের মধ্যভাগে। কাটিমন ও বারি ১১ জাতের আম সরবরাহ হয় বছরব্যাপী। ক্ষীরশাপাতি আম বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃত। এই আম শ্বাস ও আঁশবিহীন, রসালো। গন্ধে বেশ আকর্ষণীয় এবং স্বাদে মিষ্টি। হাঁড়িভাঙ্গা আমও অত্যন্ত সুস্বাদু ও আঁশবিহীন। জিআই স্বীকৃতি পাওয়া অন্যান্য আমের মধ্যে আছে ল্যাংড়া, আশ্বিনা, ফজলি ও নাক ফজলি। এগুলোর বিশেষত্ব আলাদা। আগে উত্তরবঙ্গের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরেই ভালো জাত ও মানের আম হতো বেশি। এখন নতুন প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে সারা দেশেই ভালো জাতের আম উৎপাদিত হচ্ছে। বিদেশেও রপ্তানি হচ্ছে। দুই বছর আগে কৃষি সম্প্রসারণ বিভাগ রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প গ্রহণ করে। গত বছর আম রপ্তানির পরিমাণ ছিল এক হাজার ৩২১ টন। এটি ছিল মোট উৎপাদনের মাত্র ০.০৫৫ শতাংশ। এবার রপ্তানির লক্ষ্যমাত্রা পাঁচ হাজার টন। বিশ্বে আম রপ্তানি হয় প্রায় এক বিলিয়ন মেট্রিক টন। এতে বাংলাদেশের শরিকানা ১.৫ শতাংশ। বৈশ্বিক আমের বাজারের আকার প্রায় ৬৭.৪ বিলিয়ন ডলার। এতে বাংলাদেশের হিস্যা অনুল্লেখযোগ্য।

মোট উৎপাদনের দিক থেকে আমের পর কাঁঠালের অবস্থান। উৎপাদন প্রায় ২০ লাখ টন। আরো আছে কলা, যার উৎপাদন প্রায় ১৯ লাখ টন। পেঁপে, পেয়ারা ও আনারসের উৎপাদন যথাক্রমে প্রায় ১১ লাখ, পাঁচ লাখ ও ছয় লাখ টন। কাঁঠাল উৎপাদনে বিশ্বে আমরা দ্বিতীয় এবং আম উৎপাদনে সপ্তম স্থানে অবস্থান করছি। স্বাদে ও জনপ্রিয়তায় আমাদের দেশে লিচুর অবস্থানও বেশ গুরুত্বপূর্ণ। মোট উৎপাদন প্রায় আড়াই লাখ টন। কাঁঠাল আমাদের জাতীয় ফল। তবে আম সবার প্রিয় ও সুস্বাদু। এবার আমের উৎপাদন ভালো। লক্ষ্যমাত্রা ২৭ লাখ টন।

আম উৎপাদনকারীরা এখন খুবই দুশ্চিন্তায়। উৎপাদিত ফল উপযুক্ত দামে বিক্রি করা আদৌ সম্ভব হবে কি না, বাগানের খরচ উঠে আসবে কি নাএসবই দুশ্চিন্তার কারণ। মৌসুমি ফল পাকা ও পাড়ার সঙ্গে সঙ্গেই বাজারজাত করতে হয়। নতুবা পচে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। সাধারণত মৌসুমি ফল প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ অপচয় হয়। অনেক সময় বাজারজাতকরণের ধীরগতির কারণে তা ৪০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। কৃষকদের উৎপাদিত পণ্য বিপণনের বর্তমান ভরা মৌসুমে আমাদের কৃষি বিপণন বিভাগ, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন এবং সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে খামারপ্রান্ত থেকে আম, কাঁঠাল ও আনারস কিনে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে তা বাজারজাত করা যেতে পারে। গরিব মানুষের মাঝে ত্রাণ হিসেবেও আম-কাঁঠাল বিতরণ করা যেতে পারে। তা ছাড়া আম, কাঁঠাল ও আনারস পরিবহনের জন্য বিআরটিসির উদ্যোগে ট্রাক চলাচলের ব্যবস্থা নেওয়া যেতে পারে। ইদানীং অনলাইনেও ফল বিক্রি হচ্ছে। কিন্তু কুরিয়ার সার্ভিসের গাফিলতির জন্য তা সুনাম হারাচ্ছে। ব্যক্তি পর্যায়ে সড়কপথে বাধাহীন ফল পরিবহনকে উৎসাহিত করা উচিত। তদুপরি আম ও অন্যান্য মৌসুমি ফল প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের কাজে নিয়োজিত বৃহৎ কম্পানিগুলো এ সময় তাদের ক্রয় বাড়িয়ে দিয়ে ফলের দরপতন ও অপচয় থেকে কৃষকদের রক্ষা করতে পারে। তা ছাড়া দেশের ফল চাষিদের সরকারি প্রণোদনার আওতাভুক্ত করা যেতে পারে।

বাংলাদেশ অদূর ভবিষ্যতে ফল রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে। আমাদের মৌসুমি ফল এরই মধ্যে চীন, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানে রপ্তানি হচ্ছে। রপ্তানি করা ফলগুলোর মধ্যে রয়েছে আম, কাঁঠাল, জড়ালেবু, এলাচি লেবু, কুল, সাতকরা, আমড়া, সুপারি, জলপাই, পেয়ারা ও কলা। বিদেশে এগুলোর চাহিদা বাড়ছে। আগামী দিনে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, বেলজিয়াম, নেদারল্যান্ডসসহ বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশি ফল রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সাত বছর ধরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমাদের আম রপ্তানি হচ্ছে। রাজশাহী ও সাতক্ষীরার চাষিরা অনেক বেশি অর্থ বিনিয়োগ করেন এবং উত্তম কৃষি কার্যক্রম অনুসরণ করে রপ্তানিযোগ্য আম উৎপাদন করছেন। এর উৎপাদন খরচ ও বিক্রয়মূল্য বেশি। দেশের সুপারমার্কেটগুলো উন্নতমানের আম বাজারজাতকরণের দায়িত্ব নিতে পারে। গত পাঁচ বছর বাংলাদেশ থেকে ফল রপ্তানির আয় হ্রাস পেয়েছে। কৃষিপণ্যের রপ্তানি প্রণোদনা প্রদানে কড়াকড়ি আরোপ করায় সম্প্রতি ফল রপ্তানি আয় বৃদ্ধি পায়নি। আগামী দু-তিন বছরের মধ্যেই বাংলাদেশি ফলের আন্তর্জাতিক বাজার ঊর্ধ্বগামী হবে বলে আশা করা যায়।

 

এখন একটি বিশেষ আলোচ্য বিষয় হচ্ছে আম কূটনীতি। গত বছর জুন মাসে সরকারি উদ্যোগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের রাজশাহীর কিছু আমবাগান পরিদর্শন করানো হয়েছে। এতে তাঁরা বাংলাদেশের আম উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অবহিত হয়েছেন। উৎপাদন এলাকায় গিয়ে আমের স্বাদ অনুভব করতে পেরেছেন। এরপর চীনসহ অনেক দেশ বাংলাদেশ থেকে আম আমদানির অভিপ্রায় ব্যক্ত করেছে। এবার চীন থেকে ৫০ হাজার টন আম নেওয়ার কার্যাদেশ এসেছে। অন্যান্য দেশও আমদানির পরিমাণ বাড়াচ্ছে। তা ছাড়া অতীতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের উপহার হিসেবে পাঠানো হয়েছে পাকা আম। এতে আমাদের আম রপ্তানির ক্ষেত্র সম্প্রসারিত হচ্ছে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে লাখ লাখ বাংলাদেশি বর্তমানে কর্মরত। আমাদের অর্জিত বৈদেশিক মুদ্রার বেশির ভাগই রেমিট্যান্স হিসেবে আসে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ওই সব দেশে আমাদের আম উপহার ভ্রাতৃত্ব ও আত্মার সম্পর্ক জোরদার করবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের আম কূটনীতি আরো জোরদার ও অর্থবহ হোক, এই কামনা সবার।

লেখক : একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ

সাবেক মহাপরিচালক, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং সাবেক উপাচার্য

ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ

মন্তব্য

সর্বশেষ সংবাদ