kalerkantho

সোমবার । ১৮ শ্রাবণ ১৪২৮। ২ আগস্ট ২০২১। ২২ জিলহজ ১৪৪২

তিরিশের ঢাকা এবং একজন আধুনিক কবি

রেজাউল করিম, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

১৮ জুন, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেতিরিশের ঢাকা এবং একজন আধুনিক কবি

বাংলা কবিতার ইতিহাসে ‘কবিতা’ পত্রিকার মতো বড় ঘটনা না হলেও ‘প্রগতি’ তৎকালীন ঢাকায় আলোড়ন জাগানো এক সাহিত্য পত্রিকা। এই দুটি পত্রিকার সম্পাদক বুদ্ধদেব বসু। ঢাকায় কাটানো তাঁর সাহিত্যিক জীবনের শুরু এবং পরের কলকাতা জীবনেও ঢাকার সাহিত্যিক পরিমণ্ডলে তার প্রভাব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থা ও জনজীবনকে সৈয়দ আবুল মকসুদ তাঁর ‘ঢাকার বুদ্ধদেব বসু’গ্রন্থে কৃতিত্বের সঙ্গে মূর্ত করে তোলেন। শুধু ব্যক্তি বুদ্ধদেবে সীমাবদ্ধ না থেকে বুদ্ধদেবের সময় এবং সাহিত্যিক বলয়কে উপস্থাপন করে গেছেন লেখক। এটা তাই বাংলা সাহিত্য ও ঢাকার ক্রমবিবর্তনেরও এক প্রামাণ্য ইতিহাস। জীবনী রচনার যে নতজানু, অতি প্রশংসার ধারা চলে তার বিপরীতে লেখক ভালো-মন্দ, সামর্থ্য-দুর্বলতা মিলিয়ে একজন মানুষ বুদ্ধদেবকেই তাঁর নির্মেদ গদ্যে শ্রদ্ধার আসনে বসান। বুদ্ধদেবের পাশাপাশি কাজী নজরুল ইসলাম,  জীবনানন্দ দাশ, সৈয়দ ওয়ালীউল্লাহ, শামসুর রাহমানসহ বাংলা সাহিত্যের অনেক দিকপালকেই এখানে পাবেন। বুদ্ধদেবের প্রগতি সম্পাদনা, ক্রমশ পরিণত হয়ে ওঠা এবং ঢাকা নিয়ে স্মৃতিকাতরতার অংশগুলো বইয়ের সবচেয়ে উজ্জ্বল অংশ।সাতদিনের সেরা