kalerkantho

শনিবার । ১৮ জানুয়ারি ২০২০। ৪ মাঘ ১৪২৬। ২১ জমাদিউল আউয়াল ১৪৪১     

বঙ্গবন্ধুর পাইপ

মোহাম্মদ সাদিক

৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেষাট দশকে যখন দারুণ ঝড় বইছিল

বাংলায়, তখনো সেই পাইপটি জ্বলছিল তাঁর হাতে।

সত্তরের নির্বাচন, একাত্তরে পাকিস্তানের কারাগারে

নির্জন অন্ধকারে সেই পাইপ কখনো নেভেনি।

 

এই বাংলার ভবিষ্যৎ, বাংলার স্বাধীনতার বিষয়টি তখন

নির্ধারিত হয়েছে এই পাইপ টেনে টেনে।

 

স্বাধীন বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা

কিংবা বঙ্গোপসাগরের জলের গভীরে গিয়েও এই পাইপ কখনো নেভেনি।

 

শুধু পঁচাত্তরের পনেরোই আগস্টে

টকটকে লাল রক্তের ছিটায়, ঘন অন্ধকারে

প্রিয় পাইপটি অকস্মাৎ কাত হয়ে পড়ে, আর

বাংলার সমূহস্বপ্ন আর সম্ভাবনা নিঃশেষ হতে দেখে

ক্ষোভে দুঃখে অপমানে ও ঘৃণায়

বাংলাদেশের প্রিয় পাইপটি নিঃশব্দে নিভে যায়

 

কোনোদিন আর জ্বলে না!

জ্বলবে নাকি কোনো দিন,

কোনো দিন আর!

মন্তব্যসাতদিনের সেরা