kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

নতুন অ্যালবাম

২০ জুন, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনতুন অ্যালবাম

নজরুলের গান নিয়ে ১১ শিল্পীর মিক্সড অ্যালবাম ‘দিও বর হে মোর স্বামী’। শিল্পীরা হলেন প্রিয়ন্তু দেব, স্বরলিপি, জেমিমা জেমি, শামীমা পারভীন, প্রেমা দাস, নাওশীন তাবাসসুম, শুক্লা পাল সেতু, গৌরি নন্দী, শর্মিষ্ঠা দাস, অর্পিতা চক্রবর্তী ও জারিফ ইকরাম। গানগুলোর শিরোনাম—‘দিও বর হে’, ‘আমার বিফল পূজাঞ্জলী’, ‘ফিরায়া যদি সে আসে’, ‘তোমার বীণার মূর্ছনাতে’, ‘কে ডাকিলে আমারে’, ‘মম বন ভবনে’, ‘ডাকতে তোমায় পারি’, ‘দোলে ঝুলন দোলায়’, ‘কালে জল ঢালিতে সই’, ‘গুণ্ঠন খোল পারুল’ ও ‘এসেছি তব দ্বারে’। প্রকাশ করেছে অরুণরঞ্জনী।

মন্তব্য