ঢাকা, বুধবার ১৩ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৭

ঢাকা, বুধবার ১৩ আগস্ট ২০২৫
২৯ শ্রাবণ ১৪৩২, ১৮ সফর ১৪৪৭

টিএসসিতে হয়ে গেল মূকাভিনয় উৎসব

শেয়ার
টিএসসিতে হয়ে গেল মূকাভিনয় উৎসব

প্রতিবছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন আয়োজন করে ৬ষ্ঠ আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব ২০২৫। ডেনমার্ক, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, ভারত ও বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণে তিন দিনব্যাপী এই উৎসব শুরু হয়েছিল ৫ জুলাই। গতকাল ছিল উৎসবের শেষ দিন। উৎসবে মূকাভিনয়, পোস্টার প্রদর্শনী, কর্মশালা, সেমিনার, মুক্ত আলোচনাসহ ছিল নানা আয়োজন।

ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মডারেটর ফাদার তপন ডি রোজারিওর লেখা মূকাভিনয়বিষয়ক বই নৈঃশব্দ্যের প্রতিধ্বনি : মাইমের শিল্পান্বেষণ-এর মোড়কও উন্মোচন করা হয়। ডেনমার্কের ডেনি ডেনিস, দক্ষিণ কোরিয়ার রজার কিম, বাংলাদেশের মিরর মাইম থিয়েটার, প্ল্যাটফর্ম ২৫ ও মাইম ফেইস পরিবেশনায় অংশ নেয়। ২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি না বলা কথাগুলো না বলেই হোক বলা স্লোগানে যাত্রা শুরু করে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। এরই মধ্যে দেশে-বিদেশে আট শতাধিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে মূকনাট্যদলটি।
সংগঠনটির প্রতিষ্ঠাতা মীর লোকমান বলেন, উৎসবটি বাংলাদেশের সঙ্গে পৃথিবীর অন্যান্য দেশের সাংস্কৃতিক সম্পর্ক মজবুত করেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

আরো খবর

শেয়ার
আরো খবর

বড় পর্দার পরিচালক সৈকত নাসির নিয়মিত মিউজিক ভিডিও নির্মাণ করেন। সম্প্রতি প্রকাশ করেছেন ঘুরাই চলো মনের হুইল। কণা ও হাসান এস ইকবালের গাওয়া গানে মডেল হয়েছেন জাহের আলভী ও অলংকর চৌধুরী।

মুক্তির আগেই ঝড় তুলেছে ভারতীয় সুপারস্টার রজনীকান্তের কুলি

ধারণা করা হচ্ছে ছবিটি প্রথম দিনেই [১৫ আগস্ট] ১০০ কোটির ক্লাবে প্রবেশ করবে। অগ্রিম টিকিট এরই মধ্যে ৫১ কোটি রুপির বেশি বিক্রি হয়েছে।

হলিউডের জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি এক্সট্রাকশন-এর তৃতীয় কিস্তি নির্মাণ শুরু হয়েছে। এর প্রথম কিস্তি মুক্তি পায় ২০২০ সালে।

পরে এ ফ্র্যাঞ্চাইজির আরো একটি ছবি মুুক্তি পায় ২০২৩ সালে।

প্রাসঙ্গিক
মন্তব্য
অন্তর্জাল

সালাকার

শেয়ার
সালাকার
‘সালাকার’ সিরিজের দৃশ্য

শুক্রবার জিও হটস্টারে এসেছে নতুন থ্রিলার সিরিজ সালাকার। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজটির গল্প ভারতীয় দুই গুপ্তচরকে নিয়ে। দুজনের ভিন্ন মিশন একই বিন্দুতে মেশে, বেরিয়ে আসে নানা বিস্ফোরক সত্য। সিরিজটির অভিনয়ে আছেন আসরার খান, নবীন কস্তুরিয়া, জাহ্নবী হরদাস প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

দরদ

শেয়ার
দরদ
‘দরদ’ ছবিতে শাকিব খান ও সোনাল চৌহান

অভিনয়ে শাকিব খান, সোনাল চৌহান, পায়েল সরকার প্রমুখ। পরিচালনা অনন্য মামুন। দুপুর ২টা ৩০ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : বারাণসী শহরে হঠাৎ করে একের পর এক খুন।

প্রথম সারির ব্যক্তিত্বরা খুনির তালিকায়। বিশিষ্টরা পরপর খুন হতেই নড়ে বসে পুলিশ। শুরু হয় পুলিশের তদন্ত। আর এই তদন্তে উঠে আসে দুলু মিয়ার নাম।
তাকে ধরার জন্য তৎপর হয় প্রশাসন।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

দেনা পাওনা

শেয়ার
দেনা পাওনা
‘দেনা পাওনা’ ধারাবাহিকের দৃশ্য

দীপ্ত টিভিতে সন্ধ্যা ৭টায় রয়েছে ধারাবাহিক নাটক দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।

 

উইটনেস

আল জাজিরায় দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে তথ্যচিত্র প্লিজ এনজয় আওয়ার ট্র্যাজেডি

মায়ানমারের এক শিল্পী ২০২১ সালে দেশটি থেকে পালিয়ে যায়। নিজের শিল্পের মাধ্যমে তুলে ধরে মায়ানমারের সংকটের কথা। তার এ সংগ্রামকে তথ্যচিত্রে এনেছেন চার্লি স্ক্রিমগার।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ