এটা এমন একটা নাটক, যেখানে নাটকীয় সংলাপ, সংঘাত, রহস্যময়তা—এই সব কিছুই অনুপস্থিত। তবু ‘কমলা রঙের বোধ’ একটি সফল মঞ্চনাটক। অনেক নাটকের ভিড়েও দর্শকের আগ্রহ থাকবে, আমার বিশ্বাস। কারণ আধুনিক বাংলা কবিতার ‘দিকনির্দেশক’ কবি জীবনানন্দ দাশকে নিয়ে এই নাটক।
মনে কেমন জাগল কমলা রঙের বোধ
মনির মহিউদ্দিন

এই কবিকে মঞ্চে তুলে আনার প্রয়াসে থিয়েটার ফ্যাক্টরির পঞ্চম প্রযোজনা ‘কমলা রঙের বোধ’। নিভৃতচারী মানুষ ছিলেন জীবনানন্দ দাশ। জীবদ্দশায় তিনি সাহিত্যাঙ্গনে তেমন আলোচনায় ছিলেন না।
এটা তো সত্যি, বাংলা সাহিত্যের এই উজ্জ্বলতম কবি আজ যেভাবে সম্মানের আসনে বসেছেন, তেমনটা কিছুদিন আগ পর্যন্ত ছিলেন না। এই নাটকের নাট্যকার ও নির্দেশক অলক বসু আক্ষেপ করে লিখেছেন, ‘কবি জীবনানন্দ দাশ আধুনিক বাংলা কবিতার উজ্জ্বলতম কবি। গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধ সাহিত্যের যে বিপুল ঐশ্বর্যভাণ্ডার তিনি রেখে গেছেন, তা আমাদের জন্য এক বিরাট প্রাপ্তি। দুঃখের বিষয় হলো, কবি জীবনানন্দ দাশ তাঁর জীবৎকালে যেমন মূল্যায়িত হননি, মৃত্যুর পরেও যেন তা-ই।
সমস্যা তো কোথাও না কোথাও ছিল। ছিল সীমাবদ্ধতাও, না হলে নাট্যকার জীবনানন্দ দাশের মুখে বহুবার বরিশালের কথা বললেও বরিশাল পর্ব একেবারেই নেই। যেটুকু আছে তা ছিটান পানির মতোই মুহূর্তেই উবে গেল! এটা কোনো কঠিন কাজই ছিল না, আমার বিশ্বাস। জীবনানন্দ দাশ আর তাঁর সাহিত্য এবং বরিশাল তো একই সূত্রে গাঁথা। এখানে দর্শককে হোঁচট খেতে হবেই। বরিশাল বিএম কলেজের ইংরেজির অধ্যাপককে কি কোনোভাবেই উপস্থাপন করা যেত না? বিএম কলেজ নিজেই প্রকৃতির মাঝে অপরূপ হয়ে বিরাজ করেছে চিরদিন, এটুকু মেনে নিতে কষ্ট হয়।
যদিও নাট্যকার বলেছেন, ১৯৫৪ সালের ১৪ অক্টোবর কবি জীবনানন্দ দাশ কলকাতায় ট্রাম দুর্ঘটনায় পতিত হন এবং ২২ অক্টোবর মারা যান। এখান থেকেই শুরু করে নাট্যকার ঘুরেফিরে বারবার পেছনে ফিরে গিয়ে কবিকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। চাকরি, সংসার, সংসারের অবজ্ঞা—কোনো কিছুই বাদ রাখেননি। এগুলো জীবনানন্দ দাশের জীবনের একটি অংশ ঠিকই আছে। কিন্তু আমার নিজের কাছে একটা প্রশ্ন সব সময়ই ঘুরপাক খায়। ধরছি, কবি হিসেবে তখন উনাকে কেউ মূল্যায়ন করছে না। ঠিক আছে। কিন্তু তৎকালীন ভারতবর্ষে বিএম কলেজ এতটাই আলোচিত ছিল যে সেই কলেজের একজন ইংরেজির অধ্যাপককে কলকাতায় প্রায় কর্মহীন থাকতে হয়েছে? এই রহস্যের সমাধান বোধ হয় কোনো দিনও হবে না। নাট্যকার অলোক বসুও সেই পথে হাঁটেননি। নাটক নির্মাণে তিনি যতটাই আবেগাপ্লুত হয়েছেন ততটা তিনি গবেষণাধর্মী হতে পরেননি। আমার এই মূল্যায়নে ভুলও থাকতে পারে।
এবার আসি অন্যান্য প্রসঙ্গে। প্রথমেই বলতে হবে আলোক পরিকল্পনার কথা। ঠাণ্ডু রায়হান আমাদের জীবনানন্দের জগতে নিয়ে যান। অসাধারণ সে কাজ। টেরাকোটার ব্লক দিয়ে মঞ্চ নির্মাণ এবং মঞ্চের অন্যান্য সামগ্রী চমৎকার। সাকিব সিদ্ধার্থ চমৎকার মঞ্চ উপহার দিয়েছেন। পোশাকে বৈচিত্র্য থাকলেও ঠিক বুঝে উঠতে পারিনি মহসিনা আক্তার কী ধরনের নিরীক্ষা করেছেন এখানে। অন্য সব কিছুই মানানসই। অভিনয়ে প্রত্যেকেই নিজ নিজ ভূমিকায় অনবদ্য। বরং বলতে পারি, সংযত আচরণের বহিঃপ্রকাশে শিল্পীদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, সন্দেহ নেই।
এখানেই শেষ নয়, নাটকে আমরা পাই আরেক কবিকে—কুসুমকুমারী দাস। অনেকবার ঘুরেফিরে এসেছে উনার কথা, যিনি জীবনানন্দ দাশের মা। বলছি এ কারণে, জীবনানন্দ দাশের মুখে তাঁর মাকে নিয়ে বেশ কিছু সংলাপ এবং তাঁর বিকাশের নেপথ্যে যে মা বড় ভূমিকা রেখেছিলেন তা সুন্দরভাবে ফুটে উঠেছে। আছে মা ও ছেলের কিছু হৃদয়গ্রাহী সংলাপ। তবে সেটা শৈশবকেন্দ্রিক হলে আরো হৃদয়গ্রাহী হতো। এটা দর্শকদের জন্য একটা বাড়তি পাওনা নিঃসন্দেহে। কুসুমকুমারী দাস আমাদের সাহিত্যের একজন খ্যাতিমান কবি। যিনি কুসুমকুমারীর ভূমিকায় অভিনয় করেছেন তিনিও অনবদ্য। উনার কবিতাও আবৃত্তি হয়েছে মঞ্চে—যিনি লিখেছেন :
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন
‘মানুষ হইতে হবে’—এই যার পণ।
কিছুটা সংশোধিত হয়ে নাটকটির আরো মঞ্চায়ন হোক, কামনা করছি।
সম্পর্কিত খবর

আরো খবর

টেলিভিশন ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ অনুষ্ঠান।
রেদওয়ান রনির ‘দম’-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানে হবে ছবিটির চিত্রায়ণ।
রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউস বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ নিয়ে নির্মাতা-অভিনেতা অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি করেছেন।
একটি-দুটি নয়, মাদাম তুসো জাদুঘরে টেইলর সুইফটের একসঙ্গে ১৩টি মোমের মূর্তি তৈরি করা হয়েছে। বুধবার এগুলোর ছবি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মাদাম তুসোর ১৩টি শাখায় এসব মূর্তি রাখা হবে।

অন্তর্জাল
amazonprime টিন সোলজার

৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্র্যাড ফারম্যানের অ্যাকশন-থ্রিলার ‘টিন সোলজার’। বুধবার ছবিটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। বোকুশি এক প্রাক্তন যোদ্ধা, নিজের মতো আরো প্রাক্তন সৈন্যদের নিয়ে একটি ক্যাম্প চালায়। নাশ একসময় বোকুশির দলে ছিল, হঠাৎ তার স্ত্রী নিখোঁজ হয়।

চলচ্চিত্র
পোড়ামন ২

অভিনয়ে সিয়াম, পূজা চেরী, বাপ্পারাজ। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : নায়ক সালমান শাহর ভক্ত সুজন নিজেও নায়ক হতে চায়।

টিভি হাইলাইটস
সিজন ৮-এর গ্র্যান্ড ফিনালে সেরা রাঁধুনী

আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে রয়েছে রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর গ্র্যান্ড ফিনালে। নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন ও জুরাইরিয়া কামাল—এই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালে’র প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও দিলারা হানিফ পূর্ণিমা। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা।
মুখোমুখি অভিষেক
বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে বলিউড তারকা অভিষেক বচ্চনের সাক্ষাৎকার। ছোটবেলা থেকেই ক্রিকেট অনুরাগী অভিষেক। আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও থাকছে তাঁর সংশ্লিষ্টতা।