রাশিয়ার গোপন অস্ত্র
কালিনিনগ্রাদ রাশিয়ার একটি সামরিক ঘাঁটি, যা ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো দ্বারা পরিবেষ্টিত। ক্রমেই এটি বাল্টিক সাগরে রাশিয়ার হাইব্রিড যুদ্ধকৌশল পরিচালনার লঞ্চপ্যাডে পরিণত হয়েছে। এটি কি ভবিষ্যতে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে? এ নিয়ে ডয়চে ভেলের আজকের আয়োজন ‘ম্যাপড আউট—কালিনিনগ্রাদ : রাশিয়াস সিক্রেট উইপন’। দেখা যাবে রাত ৯টা ১৫ মিনিটে।