ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

টিভি হাইলাইটস

শেয়ার
টিভি হাইলাইটস
‘দেনা পাওনা’ ধারাবাহিকের দৃশ্য

দেনা পাওনা

দীপ্ত টিভিতে রয়েছে ধারাবাহিক নাটক দেনা পাওনা। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে চিত্রনাট্য করেছেন আফিফা মোহসিনা অরণি, পরিচালনা আশিস রায়। অভিনয়ে আজিজুল হাকিম, নাজনীন হাসান চুমকি, তানভিন সুইটি, তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ প্রমুখ।

 

ডার্টি জবস

এনিম্যাল প্লানেটে রাত ৯টায় রয়েছে টিভি সিরিজ ডার্টি জবস

আজকের পর্বে দেখা যাবে, অ্যারিজোনায় একটি অতিকায় ক্যাকটাস সরানোর কাজ করছেন সঞ্চালক মাইক রোয়ি। এরপর যায় একটি ম্যাগট ফার্মে, সেখানে পোকামাকড় নিয়ে কাজ করতে হয় তাকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

মারিসান

শেয়ার
মারিসান
‘মারিসান’ ছবির দৃশ্য

২৫ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তামিল ছবি মারিসান। বক্স অফিসে সুবিধা করতে না পারলেও সমালোচকের প্রশংসা পেয়েছিল। শুক্রবার এটি এসেছে নেটফ্লিক্সে। চুরি করা দয়ার নেশা।

আলঝেইমারস রোগী বেলাযুধামের পিছু নেয়, উদ্দেশ্য তার জিনিস চুরি। সফরের শেষ পর্যায়ে বদলে যায় দুজনের জীবনের গল্প। অভিনয়ে আছেন ফাহাদ ফাসিল, বাদিবেলু, কোবাই সরলা, সিতারা প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

পাষাণ

শেয়ার
পাষাণ
‘পাষাণ’ ছবিতে ওম ও বিদ্যা সিনহা মিম

অভিনয়ে ওম, বিদ্যা সিনহা মিম, মিশা সওদাগর। পরিচালক সৈকত নাসির। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : রনি একজন ভাড়াটে খুনি।

অন্যদিকে দিয়া একজন সাংবাদিক। অফিস থেকে সে রনির সাক্ষাৎকার নেওয়ার জন্য অনুমতি নেয়। সারাক্ষণ রনির পিছু পড়ে থাকে দিয়া। একসময় জানতে পারে রনির এমন পাষাণ চরিত্রের ভেতর একজন নরম মানুষ বাস করে।
সে তার বাবার খুনিকে খুঁজে বের করতেই এই সন্ত্রাসী পথ বেছে নিয়েছে।

প্রাসঙ্গিক
মন্তব্য
টিভি হাইলাইটস

প্রেমের কোনো কারণ নেই

শেয়ার
প্রেমের কোনো কারণ নেই
‘প্রেমের কোনো কারণ নেই’ নাটকের দৃশ্য

এনটিভিতে দুপুর ১টায় রয়েছে একক নাটক প্রেমের কোনো কারণ নেই। রচনা আব্রাহাম তামিম, পরিচালক রুবেল আনুশ। অভিনয়ে পার্থ শেখ, নওবা তাহিয়া, মোমেনা চৌধুরী প্রমুখ। কোরবানির ঈদের নাটকটি আজ আবার দেখাবে এনটিভি।

 

পিট বুলস অ্যান্ড প্যারোলিস

পিট বুল জাতের কুকুরদের উদ্ধার, পুনর্বাসন ও দত্তক দেওয়ার কাজ করে ভিলালোবোস রেসকিউ সেন্টার। আর সেখানে কাজ করে কারাজীবন শেষ করা কিছু সাবেক আসামি। তাদের নিয়েই টিভি সিরিজ পিট বুলস অ্যান্ড প্যারোলিস। আজ দুপুর ১টা ও ২টায় এর দুটি পর্ব দেখানো হবে এনিম্যাল প্লানেটে।

  

মন্তব্য
অল্প কথায়

গানেও মন জয় করলেন অনীত

শেয়ার
গানেও মন জয় করলেন অনীত
অনীত পড্ডা

বলিউড এখনো সাইয়ারা জ্বরে ভুগছে। ছবির অভিনেত্রী অনীত পড্ডা লাখো তরুণের মন জয় করেছেন। এবার গেয়েও সাড়া ফেলেছেন। রবিবার ২৩ বছর বয়সী এই অভিনেত্রী ছবির টাইটেল ট্র্যাকের একটি আনপ্লাগড ভার্সন পরিবেশন করেন।

সেই ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। ভিডিওতে দেখা গেছে, পড্ডা গিটার বাজাচ্ছেন এবং শেষের দিকে তাঁর বাবা নবদীপ পড্ডাও গান গাইছেন। গতকাল সকাল পর্যন্ত ভিডিওটি ৮৮ লাখেরও বেশি ভিউ এবং হাজার হাজার ভক্তের মন্তব্য পেয়েছে। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, গান গাওয়া হয়তো মরিচা ধরেছে, কিন্তু ভালোবাসা নয়।
সাইয়ারা ভারতে ৩০০ কোটি রুপিরও বেশি এবং বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপির বেশি আয় করেছে। ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে একজন গায়িকার প্রেমে পড়ার গল্প, যে আলঝেইমারস রোগে আক্রান্ত।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ