জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি, তাকেই বিয়ে করেছি। আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু নয়। আমার বউ বিয়ের জন্যই বিদেশ থেকে চলে এসেছিল
কেমন আছেন?
খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটছে।
জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি, তাকেই বিয়ে করেছি। আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু নয়। আমার বউ বিয়ের জন্যই বিদেশ থেকে চলে এসেছিল
কেমন আছেন?
খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ছবির একটি ক্লিপ খুব ভাইরাল, ‘চাচা, হেনা কোথায়?’ দেখেছেন নিশ্চয়ই?
হঠাৎ করে ভাইরাল হয়ে যাই, এটা আমি বিশ্বাস করি না [হা হা হা]। আসলে দু-তিন দিন ধরে দেখছি ক্লিপটা মানুষ শেয়ার করছে। কেন? একসঙ্গে এত মানুষের সম্পর্ক ভেঙে গেল নাকি! এটাও তো বিশ্বাস করি না।
এই দৃশ্যের শুটিংয়ের কোনো স্মৃতি মনে আছে?
দৃশ্যটির শুটিং হয়েছিল এফডিসিতে। বিশ্বাস করবেন না, দৃশ্যটির শুটিংয়ের আগে ও পরে আমরা কিন্তু খুব মজা করেছিলাম।
কিছুদিন পর পর তো আপনার অভিনীত বিভিন্ন দৃশ্য ভাইরাল হয়। এটাকে কিভাবে দেখেন?
আমি পজিটিভ মানুষ। দৃশ্যগুলো কিন্তু সবাই আনন্দ করেই দেখে। আমাকে অনেকে প্রেমে ছ্যাঁকা খাওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডরও মনে করে। আমি খুশি হই। যা-ই হোক, মানুষের ভালোবাসা তো পাচ্ছি। মন থেকে তো হারিয়ে যাইনি।
প্রেমে ছ্যাঁকা খাওয়ার প্রসঙ্গ উঠলেই আপনার কথা ওঠে। বাস্তবে ছ্যাঁকা খেয়েছিলেন?
না। ছ্যাঁকা দিয়েছি। জীবনে একটাই সিরিয়াস প্রেম করেছি, তাকেই বিয়ে করেছি। আমাদের প্রেমটা কিন্তু চলচ্চিত্রের চেয়ে কম কিছু নয়। আমার বউ বিয়ের জন্যই বিদেশ থেকে চলে এসেছিল। ভাবুন, সেই যুগে একটা মানুষ প্রেমিকের টানে বাংলাদেশে এসেছে, তার মানে আমার প্রেম কতটা খাঁটি। আজকাল শুনি, প্রেমের টানে চীন থেকে প্রেমিক চলে আসছে, কোরিয়া থেকে চলে আসছে। তবে এর প্রবর্তক কিন্তু আমার স্ত্রীই।
এফডিসিতে যাওয়া-আসা করেন?
কিছুদিন আগে গেলাম। মনে হলো, শূন্য-বিরানভূমি। এমন এফডিসি আগে কখনো দেখিনি। পরিচালক সমিতিতে কয়েকজন পরিচালক ছিলেন। শিল্পী সমিতিতে শুধু স্টাফরা। সাধারণ শিল্পীদের আসা-যাওয়া নেই বলেই শুনলাম।
‘পোড়ামন ২’-এর পর আপনাকে নতুন ছবিতে দেখা যাচ্ছে না।
গতকালও [শুক্রবার] একটি ছবির প্রস্তাব পেয়েছি। পাণ্ডুলিপি পড়ে দেখলাম—বেডসিন। এই বয়সে আমি কি বেডসিন করব? আরে ব্যাটা, আগে দেখে আয় আমার ছবিগুলো। আমি কি এই ধরনের একটি ছবিও করেছি? মাঝখানে ওটিটিতেও কয়েকটি প্রস্তাব পেয়েছিলাম, সেগুলোও এমন অ্যাডাল্ট। ক্যামেরার বাইরে থাকতে খুব কষ্ট হয়। সারাক্ষণই কানে বাজে, ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’। মিস করি শুটিং। তাই বলে এই ধরনের চরিত্র তো করতে পারব না। সমাজ নষ্ট করার অধিকার আমার নেই।
এখনকার ছবিগুলো দেখেন?
খুব একটা না। মাঝখানে শাকিব খানের দুটি ছবি দেখেছি, ‘তুফান’ আর ‘রাজকুমার’। ‘দরদ’ ছবিটাও কিছুটা দেখেছি। তবে নায়িকাকে আমার ভালো লাগেনি। শাকিব খুন করে আসার পর বলছে, ‘তুমি আবার খুন করেছ?’ সংলাপ ডেলিভারিটা এমন যে, ‘তুমি আবার চকোলেট খেয়েছ?’ এমন হবে কেন? নির্মাতাদের সতর্ক থাকতে হবে। কোন সংলাপটা কিভাবে আর্টিস্ট ডেলিভারি দেবে সেটাও বুঝিয়ে দিতে হবে। সোনাল চৌহান হিন্দি ছবি করেছেন। হতে পারে ভালো বাংলা জানেন না। তাঁকে তো সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব নির্মাতার।
আপনাদের ‘রাজলক্ষ্মী প্রোডাকশন’ থেকে ছবি করার বিষয়ে কিছু ভাবছেন?
না ভাই। এখন ছবি নির্মাণ করা মানে নিজেকে অপরাধী করে তোলা। একসময় যারা আমাদের অফিসে এসে বসে থাকত, এখন তারা পরিবেশক। তাদের হাতে-পায়ে ধরে ছবি চালাতে পারব না। আমাদের মাফ করবেন। কখনো ইন্ডাস্ট্রি স্বাভাবিক হলে আবার ছবি নির্মাণ করব।
সম্পর্কিত খবর
টেলিভিশন ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিন আজ। এ উপলক্ষে চ্যানেল আইতে রয়েছে বিশেষ অনুষ্ঠান।
রেদওয়ান রনির ‘দম’-এর শুটিং শুরু হবে সেপ্টেম্বর নাগাদ। বাংলাদেশ ছাড়াও মধ্যপ্রাচ্যের সৌদি আরব, জর্ডান ও কাজাখস্তানে হবে ছবিটির চিত্রায়ণ।
রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউস বন্ধের নির্দেশ দিয়েছে উত্তরা চার নম্বর সেক্টর আবাসিক এলাকা কল্যাণ সমিতি। এ নিয়ে নির্মাতা-অভিনেতা অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা বিষয়টির সুষ্ঠু সমাধানের দাবি করেছেন।
একটি-দুটি নয়, মাদাম তুসো জাদুঘরে টেইলর সুইফটের একসঙ্গে ১৩টি মোমের মূর্তি তৈরি করা হয়েছে। বুধবার এগুলোর ছবি প্রকাশ করেছে জাদুঘর কর্তৃপক্ষ। মাদাম তুসোর ১৩টি শাখায় এসব মূর্তি রাখা হবে।
৮ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ব্র্যাড ফারম্যানের অ্যাকশন-থ্রিলার ‘টিন সোলজার’। বুধবার ছবিটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। বোকুশি এক প্রাক্তন যোদ্ধা, নিজের মতো আরো প্রাক্তন সৈন্যদের নিয়ে একটি ক্যাম্প চালায়। নাশ একসময় বোকুশির দলে ছিল, হঠাৎ তার স্ত্রী নিখোঁজ হয়।
অভিনয়ে সিয়াম, পূজা চেরী, বাপ্পারাজ। পরিচালনা রায়হান রাফী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।
গল্পসূত্র : নায়ক সালমান শাহর ভক্ত সুজন নিজেও নায়ক হতে চায়।
আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে রয়েছে রান্না বিষয়ক রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর গ্র্যান্ড ফিনালে। নিশাত আনজুম, তামান্না ইয়াসমিন ও জুরাইরিয়া কামাল—এই তিনজনের মধ্য থেকে গ্র্যান্ড ফিনালে’র প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ী নির্বাচিত হবেন। বিচারক নাঈম আশরাফ, রাহিমা সুলতানা রীতা ও দিলারা হানিফ পূর্ণিমা। পুরস্কার হিসেবে চূড়ান্ত বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা।
মুখোমুখি অভিষেক
বিবিসি নিউজে সকাল ৯টা ৩০ মিনিটে রয়েছে বলিউড তারকা অভিষেক বচ্চনের সাক্ষাৎকার। ছোটবেলা থেকেই ক্রিকেট অনুরাগী অভিষেক। আসন্ন ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগেও থাকছে তাঁর সংশ্লিষ্টতা।