ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫
১১ ভাদ্র ১৪৩২, ০২ রবিউল আউয়াল ১৪৪৭
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

আজ দেবাশীষের অতিথি নিরব

শেয়ার
আজ দেবাশীষের অতিথি নিরব
‘বিশ্বাসে মিলায় বন্ধু’ অনুষ্ঠানের ফাঁকে দেবাশীষ বিশ্বাস ও নিরব হোসেন

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে ‘বিশ্বাসে মিলায় বন্ধু’র নতুন পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি নিরব হোসেন। জনপ্রিয় এই অভিনেতা বলেছেন তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক না-বলা কথা। এরই মধ্যে বেশ জমে উঠেছে ‘বিশ্বাসে মিলায় বন্ধু’।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

হরি হর বীরা মাল্লু

শেয়ার
হরি হর বীরা মাল্লু
‘হরি হর বীরা মাল্লু’ ছবির দৃশ্য

২৪ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তেলুগু ছবি হরি হর বীরা মাল্লু। বড় বাজেটের ছবিটি অবশ্য বক্স অফিসে ব্যর্থ হয়েছে। ২০ আগস্ট এটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। মুঘল সাম্রাজ্যের সুরক্ষিত এক দুর্গ থেকে কোহিনূর হীরা উদ্ধারের লড়াইয়ে নামে বীরা মাল্লু।

১৭ শতকের সে গল্পই তুলে ধরা হয়েছে এই ছবিতে। অভিনয়ে পবন কল্যাণ, নিধি আগারওয়াল, ববি দেওল প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

পেয়ারার সুবাস

শেয়ার
পেয়ারার সুবাস
‘পেয়ারার সুবাস’ ছবিতে আহমেদ রুবেল

অভিনয়ে জয়া আহসান, আহমেদ রুবেল, তারিক আনাম খান। পরিচালনা নুরুল আলম আতিক। সকাল ১০টা ১৫ মিনিট, এনটিভি।

গল্পসূত্র : কফিন আর কাফনের ব্যবসা করে মুন্সী।

বয়স হয়েছে ঢের। ঘরে আগের সংসারের তরুণী কন্যা। এর মধ্যে বিয়ে করে ঘরে তোলে তরুণী পেয়ারাকে। স্বামীর সংসারে এসে আশা ভঙ্গ হয় পেয়ারার।
তবু সংসারে নিজের দাপট তৈরির স্বপ্ন দেখে সে। হঠাৎ তাদের পরিবারে আগমন ঘটে এক আগন্তুকের। তখন গল্প মোড় নেয় অন্যদিকে।

মন্তব্য
টিভি হাইলাইটস

প্রজাপতি মেয়েটা

শেয়ার
প্রজাপতি মেয়েটা
‘প্রজাপতি মেয়েটা’ নাটকে জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম

দীপ্ত টিভিতে বিকেল ৪টায় রয়েছে একক নাটক প্রজাপতি মেয়েটা। রচনা ও পরিচালনা সৈয়দ শাকিল। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম প্রমুখ। ২০২১ সালের ঈদুল আজহার নাটকটি চার বছর পর আজ পুনরায় দেখানো হবে।

 

আনাস আল শরীফের গল্প

যুদ্ধবিধ্বস্ত গাজার চিত্র বিশ্বকে দেখাতে গিয়েছিলেন সাংবাদিক আনাস আল-শরীফ। কিন্তু মানুষের কষ্ট, ধ্বংস আর সত্যের লড়াই তুলে ধরতে গিয়ে নিজেই যুদ্ধের নিশানা হয়ে প্রাণ হারান।  তাঁকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন দ্য সাইলেন্সিং অব আনাস আল-শরীফ দেখানো হবে দুপুর ১২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।

মন্তব্য

আরো খবর

শেয়ার
আরো খবর

গবেষক, শিক্ষাবিদ, নোবেলজয়ী সাহিত্যিক ও সিনেমাবোদ্ধাদের সংগঠন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ফিল্ম, সায়েন্স অ্যান্ড আর্ট প্রথমবার চালু করেছে চলচ্চিত্র পুরস্কার এস্টার অ্যাওয়ার্ড। এতে দুটি শাখায় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী। বলী : দ্য রেসলার-এর জন্য সেরা চিত্রনাট্যকার ও সেরা নবীন পরিচালকের মনোনয়ন পেয়েছেন তিনি।

গত বছরের ২ আগস্ট মুক্তির কথা ছিল নন্দিনী

তবে দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে এক বছর পর ১২ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। সোয়াইবুর রহমান রাসেলের এ ছবিতে অভিনয় করেছে ঢাকার নাজিরা মৌ, পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল সেন গুপ্ত। আজ ছবিটির ট্রেলার প্রকাশিত হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ