ঢাকা, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৭

ঢাকা, মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫
২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৭
কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল

‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি আঁখি

রংবেরং প্রতিবেদক
রংবেরং প্রতিবেদক
শেয়ার
‘বিশ্বাসে মিলায় বন্ধু’র অতিথি আঁখি
উপস্থাপক দেবাশীষ বিশ্বাস ও আঁখি আলমগীর

 

 

 

রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে বিশ্বাসে মিলায় বন্ধুর দ্বিতীয় সিজনের প্রথম পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি আঁখি আলমগীর। তিনি বলেছেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক না-বলা কথা। প্রথম সিজনে প্রচারিত হয়েছিল ২২টি পর্ব।

 

 

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

amazonprime হাউজফুল ৫

শেয়ার
amazonprime হাউজফুল ৫
‘হাউজফুল ৫’ ছবির দৃশ্য

৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তুমুল জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউজফুল-এর পঞ্চম কিস্তি। বক্স অফিসে বেশ সাড়াও পেয়েছে তারকাবহুল এ ছবি। শুক্রবার এটি এসেছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। ধনকুবের রণজিৎ দোবরিয়াল মৃত্যুর আগে উইল করে দেয়, তার সম্পদ পাবে ছেলে জলি।

সম্পদের ভাগের জন্য জলি সেজে হাজির হয় তিন জলি। আসল জলি কে? এ নিয়ে যত কাণ্ড। অভিনয়ে অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, সঞ্জয় দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাখরি, নানা পাটেকর প্রমুখ।

মন্তব্য
চলচ্চিত্র

এই ঘর এই সংসার

শেয়ার
এই ঘর এই সংসার
‘এই ঘর এই সংসার’ ছবিতে বুলবুল আহমেদ, রোজী আফসারী, সালমান শাহ

অভিনয়ে সালমান শাহ, বৃষ্টি, রোজী আফসারী, বুলবুল আহমেদ। পরিচালনা মালেক আফসারী। সকাল ১০টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : ছোটবেলা থেকেই আপা আর দুলাভাইয়ের সঙ্গে থাকে মিন্টু ও চিন্টু।

এই দুই ভাইয়ের প্রতি যেন অবহেলা না হয় সে কারণে কোনো সন্তান নেয় না আপা-দুলাভাই। চিন্টু পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকেছে, সাইকাকে বিয়ে করে ঘরে তুলেছে। জুলির মিথ্যে অভিযোগের কারণে মিন্টুকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মিন্টুকে খুবই পছন্দ জুলির বাবার।
কৌশলে মিন্টুর সঙ্গে মেয়ের বিয়ে দেয়। সাইকার কারণে সংসারে অশান্তি নেমে আসে।

 

মন্তব্য
টিভি হাইলাইটস

গুড ডক্টর

শেয়ার
গুড ডক্টর
‘গুড ডক্টর’ ধারাবাহিকের দৃশ্য

দীপ্ত টিভিতে বাংলায় চলছে তুর্কি ধারাবাহিক মুচিজে ডক্টর [২০১৯-২০২১]। দক্ষিণ কোরিয়ার সিরিজ গুড ডক্টর [২০১৩] অবলম্বনে নির্মিত হয়েছে এটি। বাংলায় এর নাম রাখা হয়েছে কোরিয়ান সিরিজের নামানুসারে। বাংলা সংলাপ রচনা ও সম্পাদনায় দীপ্ত টিভির নিজস্ব টিম।

কণ্ঠ দিয়েছেন দেশীয় কণ্ঠাভিনেতারা। প্রচারিত হচ্ছে প্রতিদিন বিকেল ৫টা ৫০ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে।

 

হেড টু হেড

আল জাজিরায় সন্ধ্যা ৬টায় রয়েছে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান 'হেড টু হেড'। আজকের অতিথি মিক মালভেনি, তিনি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের সাবেক কর্মী প্রধান।

নিজের অভিজ্ঞতা এবং ডোনাল্ড ট্রাম্পের দুই মেয়াদের প্রেসিডেন্সি নিয়ে কথা বলেছেন তিনি। সঞ্চালনায় মেহদি হাসান।

মন্তব্য

আরো খবর

শেয়ার
আরো খবর
শ্যামল মাওলা ও মাহা শিকদার

বাবা-মা হলেন অভিনেতা শ্যামল মাওলা ও অভিনেত্রী মাহা শিকদার। গতকাল সকাল ১১টায় তাঁদের ঘরে এসেছে কন্যাসন্তান। কন্যার নাম রেখেছেন সানাভ মাওলা।

ঢালিউড ছবিতে খল চরিত্রে পরিচিতি পেয়েছিলেন তাসকিন রহমান।

নীল চোখের অধিকারী এ অভিনেতা চার বছর ধরে আড়ালে। বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। তাঁর বড় ভাই তানিম রহমান অংশু জানিয়েছেন, তাসকিনের অভিনয়ে ফেরার আপাতত কোনো সম্ভাবনা নেই।

অভিনেতা, প্রযোজক, পরিচালক ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ সোহেল রানা মনে করে কিছু হাসপাতালের মালিকদের জন্যই ডাক্তাররা সেবাকে বাদ দিয়ে ব্যবসায়ী হয়ে ওঠেন।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, ডাক্তারদের ইচ্ছের বাইরেও অনেক টেস্ট দিতে হয়। ইন্টারনি করার পরেই অনেক ডাক্তারকে হাসপাতালে চাকরি দেওয়া হয় টাকা কম দিতে হবে বলে। কত বছর কার সাথে প্র্যাকটিস করেছে তার কোন নিয়ম নেই।

মন্তব্য

সর্বশেষ সংবাদ