রাত ৯টায় কালের কণ্ঠের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে আসবে ‘বিশ্বাসে মিলায় বন্ধু’র দ্বিতীয় সিজনের প্রথম পর্ব। দেবাশীষ বিশ্বাসের এই শোতে আজকের অতিথি আঁখি আলমগীর। তিনি বলেছেন ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক না-বলা কথা। প্রথম সিজনে প্রচারিত হয়েছিল ২২টি পর্ব।