প্রায় দুই বছর ধরে চলছে টেইলর সুইফটের “দ্য এরা’স ট্যুর”। আরেকভাবে বললে, বিশ্ব সংগীতে চলছে সুইফটের যুগ। আমেরিকান এই পপ সেনসেশনের প্রতিটি কনসার্টে যে জনস্রোত দেখা যায়, তা এক প্রকার বিস্ময় বটে। মাঝে কিছু দিন বিরাম দিয়ে সম্প্রতি ফের এরা’স ট্যুরের কনসার্টে ফিরেছেন গায়িকা।
সুইফটের কনসার্টে হঠাৎ সাবরিনা
রংবেরং ডেস্ক

কনসার্ট চলাকালীন হঠাৎ এক চমক হাজির হয় সবার সামনে।
দর্শকের উচ্ছ্বাস-উন্মাদনার মধ্যেই সুইফট ফের বললেন, ‘আমি জানি, কিছুটা আবেগপ্রবণ হয়ে যাচ্ছি। কারণ আমি আমার বন্ধুকে ভালোবাসি এবং সাবরিনাকে নিয়ে আমি খুব গর্বিত।’
অতঃপর নিজের মুঠোফোন হাতে নেন সুইফট। সাবরিনাকে কল দিয়ে লাউড স্পিকার অন করে বলেন, ‘নিউ অরলিনসের কনসার্টে আছি আমি।
বিপরীতে সাবরিনা জানান, তিনি খুব কাছেই আছেন। যেখান থেকে মঞ্চে উঠতে বড়জোর পাঁচ সেকেন্ড লাগবে! এর পরই সবাইকে চমকে দিয়ে মঞ্চে ওঠেন সাবরিনা। আর ওমনি দর্শকের উচ্ছ্বাস বেড়ে যায় কয়েক গুণ। পরে দুজন যৌথভাবে সাবরিনার ‘এসপ্রেসো’ গানটি পারফরম করেন।
সম্পর্কিত খবর

আরো খবর

■ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন আলতাফ পারভেজ।
■ ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল বিজেপির একজন নেতা জয়া আহসানকে কটুক্তি করেছেন। তিনি প্রশ্ন করেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে জয়া কেন মুখ খুলছেন না?
■ দীপিকা পাড়ুকোনের সমর্থনে মন্তব্য করলেন বিদ্যা বালান। বাস্তব জীবনে মা হওয়া অভিনেত্রীদের জন্য আট ঘণ্টার শিফটে কাজের দাবি করেছিলেন দীপিকা।
■ বিশেষ সেলিব্রিটি টক শো আনছে অ্যামাজন প্রাইম ভিডিও। যেটার সঞ্চালনা করবেন যৌথভাবে কাজল ও টুইঙ্কেল খান্না।

টিভি হাইলাইটস
শিল্প পুনরুদ্ধার

১৯৩০-এর দশকে আফ্রিকা থেকে বহু শিল্পকর্ম নিয়ে গেছে ইউরোপিয়ানরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আফ্রিকান দেশগুলো তাদের হারানো শিল্প, জৌলুস ফেরানোর চেষ্টা করছে। ইউনেসকোর সমর্থনের পরও খুব কম দেশই সাড়া দিচ্ছে। এ নিয়ে তথ্যচিত্র সিরিজ ‘রেস্টিটিউশন : আফ্রিকাস স্টোলেন আর্ট—রিটার্ন’ দেখানো হবে দুপুর ২টা ৩০ মিনিটে, আল জাজিরায়।

আবার একসঙ্গে ইমন-কণা-ইমরান

সংগীত পরিচালক ইমন সাহার সুর ও সংগীতে কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা ও ইমরান মাহমুদুলের বেশ কয়েকটি শ্রোতাপ্রিয় গান রয়েছে। ‘ওহে শ্যাম’, ‘প্রেমের বাক্স’র মতো গানগুলো তিন-চার কোটি করে ভিউ হয়েছে ইউটিউবে। ফের এই ত্রয়ী একসঙ্গে হলেন। ‘আবার হঠাৎ বৃষ্টি’ নামের ছবিতে ‘একটা গল্প’ শিরোনামের গানটি ব্যবহৃত হবে।
কণা বলেন, ‘ইমন দাদা মানেই ভার্সেটাইল। সুর ও সংগীতে বরাবরই অভিনবত্ব থাকে।

অন্তর্জাল
জাস্টিস অন ট্রায়াল

সোমবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে ক্রাইম-থ্রিলার সিরিজ ‘জাস্টিস অন ট্রায়াল’। আমেরিকার ফৌজদারি বিচারব্যবস্থা নিয়ে সিরিজের গল্প। বহুল আলোচিত-সমালোচিত আটটি মামলার রায় এবং এর প্রভাব বর্তমান সময়ের আঙ্গিকে তুলে ধরা হয়েছে এতে। অভিনয়ে আছেন জুডি শেন্ডলিন, গ্যারন গ্রিসবি, রবার্ট ক্যাট্রিনি প্রমুখ।