শিল্পী শেঠির নতুন ছবি ‘সুখী’। মুক্তি পাবে ২২ সেপ্টেম্বর। তাঁর শেষ মুক্তি পাওয়া ‘নিকম্মা’ বক্স অফিসে সাড়া ফেলতে পারেনি। তবে ‘সুখী’ নিয়ে ভীষণ আশাবাদী তিনি।
৩০ বছরে এই প্রথম শিল্পা
রংবেরং ডেস্ক

সম্পর্কিত খবর

আরো খবর

■ ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট—সিজন ৫’-এর বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নির্মাতা কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউসকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন [মহি শামীম]।
■ এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকাই সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে এই মামলা দায়ের করে রাজিদা আক্তার।
।
ফের আইনি জটিলতায় নয়নতারা

ফের আইনি জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণি সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তাঁর ব্যক্তিগত জীবনের কিছু অদেখা মুহূর্ত তুলে ধরেছিলেন ‘নয়নতারা : বিয়ন্ড দ্য ড্রিমস’ নামের ডকুমেন্টারির মাধ্যমে। এটি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল ২০২৪ সালের ১৮ নভেম্বর। মুক্তির পর অভিনেতা ধানুশ অভিযোগ করেছিলেন, তাঁরই প্রযোজিত ‘নানুম রাউডি ধান’ ছবির ফুটেজ এই ডকুমেন্টারিতে ব্যবহার করা হয়েছে অনুমতি ছাড়া।

অন্তর্জাল
মুনওয়াক

জিও হটস্টারে গতকাল এসেছে মালয়ালম চলচ্চিত্র ‘মুনওয়াক’। গত শতাব্দীর আশির দশকের প্রেক্ষাপটে ভারতের এক ছোট শহরের গল্প। মাইকেল জ্যাকসনের নাচ ও স্টাইল অনুসরণ করার চেষ্টা করে একদল বন্ধু। বিশ্বখ্যাত পপ তারকার আইকনিক নৃত্যভঙ্গি পুনরায় উপস্থাপন করার অভিযানে নামে তারা।

চলচ্চিত্র
বিচার হবে

অভিনয়ে সালমান শাহ, শাবনূর, হুমায়ুন ফরীদি। পরিচালনা শাহ আলম কিরণ। দুপুর ১টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : বিয়েপাগল চেয়ারম্যান দবির মিয়ার ঘরে চার নম্বর বিবি আনার কথা বলে তাকে ফাঁদে ফেলে শায়েস্তা করে একই গ্রামের যুবক সুজন মিয়া।