ঢাকা, শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মহররম ১৪৪৭

ঢাকা, শুক্রবার ১১ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মহররম ১৪৪৭

জন্মের পর কারিশমার মুখও দেখেননি মা

রংবেরং ডেস্ক
রংবেরং ডেস্ক
শেয়ার
জন্মের পর কারিশমার মুখও দেখেননি মা

জন্মের পর এক সপ্তাহ মা তাঁর মুখ দেখেননি। মেয়েকে দেখতে বাবা হাসপাতালে আসেন এক মাস পর! দ্বিতীয় সন্তানও মেয়ে এটা মেনে নিতে পারেনি অভিনেত্রী কারিশমা তান্নার মা-বাবা।

অভিনেত্রী জানান, শুধু মেয়ে হওয়ায় নিজের পরিবারে ‘দ্বিতীয় সারির নাগরিক’ হিসেবে বড় হতে হয়েছে তাঁকে। গুজরাটি পরিবারে মেয়ে হওয়া এমনই বেদনার ছিল।

তবে শুধু ছোটবেলায় নয়, ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা নায়িকার জীবনজুড়েই রয়েছে এমন নানা বঞ্চনার গল্প। যা কোনো ছবির চেয়ে কম নয়।

২০০১ সালে ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’ ধারাবাহিক দিয়ে অভিনয় শুরু করেন কারিশমা। তবে ‘নাগিন ৩’, ‘কায়ামত কি রাত’ দিয়ে আলাদা পরিচিতি পান।

২০১৪ সালে ‘বিগ বস’-এর অষ্টম আসরে প্রথম রানার আপ হন। তাঁকে দেখা যায় আরো কয়েকটি জনপ্রিয় রিয়ালিটি শোতে। এত সাফল্যের পরও হিন্দি ছবিতে বড় সুযোগ পাননি শুধু ছোট পর্দার অভিনেত্রী বলে! ৩৯ বছর বয়সী অভিনেত্রী ২২ বছর অভিনয় করেছেন টেলিভিশন ধারাবাহিকে। ২০০৫ সালে বলিউডে অভিষেক হলেও এই দেড় যুগে করেছেন মাত্র সাতটি ছবি।
এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছবি রাজকুমার হিরানির ‘সঞ্জু’। তবে সুপারহিট এই ছবিতে অভিনয় করার পরও ভাগ্যের শিকে ছেঁড়েনি। কারিশমা জানান, মুক্তির পর প্রায় এক বছর কার্যত বেকার থাকতে হয়েছিল তাঁকে। বিষণ্নতাও পেয়ে বসে। এর ফাঁকে গত বছর বিয়েও সেরেছেন।
‘সঞ্জু’র পর চারটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। তবে অতীতের সব কিছুকে ছাড়িয়ে গেল ‘স্কুপ’। ২ জুন নেটফ্লিক্সে মুক্তি পাওয়া হংসল মেহতার সিরিজটির প্রধান চরিত্র করে রাতারাতি আলোচনায় কারিশমা। ভারতের প্রায় সব গণমাধ্যম প্রশংসায় ভাসাচ্ছেন এই অভিনেত্রীকে। সিরিজটিতে তাঁকে দেখা যায় অনুসন্ধানী সাংবাদিক চরিত্রে। প্রথমবার প্রধান চরিত্র পেয়েই নিজের জাত চেনালেন অভিনেত্রী।

মন্তব্য

সম্পর্কিত খবর

অন্তর্জাল

amazonprime ব্যালার্ড

শেয়ার
amazonprime ব্যালার্ড
‘ব্যালার্ড’ সিরিজের দৃশ্য

বুধবার অ্যামাজন প্রাইম ভিডিওতে এসেছে আমেরিকান সিরিজ ব্যালার্ড। এটি দর্শকনন্দিত বশ সিরিজের স্পিন-অফ। গল্পটা গোয়েন্দা রিনি ব্যালার্ডকে ঘিরে। লস অ্যাঞ্জেলস পুলিশের কোল্ড কেস বিভাগের দায়িত্ব নেয় সে।

এ বিভাগ থেকে তারা অনেক পুরনো বিভিন্ন হত্যাকাণ্ডের রহস্য সমাধান করে। অভিনয়ে আছেন ম্যাগি কিউ, কোর্টনি টেইলর, মাইকেল মসলি, রেবেকা ফিল্ড প্রমুখ।

 

মন্তব্য
চলচ্চিত্র

ফুল অ্যান্ড ফাইনাল

শেয়ার
ফুল অ্যান্ড ফাইনাল
শাকিব খান ও ববি হক

অভিনয়ে শাকিব খান, ববি হক, অমিত হাসান। পরিচালনা মালেক আফসারী। দুপুর ২টা ১০ মিনিট, আরটিভি।

গল্পসূত্র : রোমিও পুলিশ অফিসার।

শহরের সব মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের কাছে আতঙ্ক। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বখতিয়ার রোমিওকে পাহাড়ি এলাকায় একটা গোপন মিশনে পাঠায়। নাম-পরিচয় গোপন রেখে সেই মিশন সম্পন্ন করতে হবে। সেই মিশনে গিয়ে রোমিও দেখা পায় রিমঝিমের।
সে ছবি আঁকে। প্রথম দেখায় প্রেমে পড়ে রোমিও। একদিকে মিশন, অন্যদিকে রিমঝিমবিপাকে পড়ে যায় সে।

 

মন্তব্য
টিভি হাইলাইটস

ভালোবাসার আলো-আঁধার

শেয়ার
ভালোবাসার আলো-আঁধার
‘ভালোবাসার আলো-আঁধার’ ধারাবাহিকের দৃশ্য

দীপ্ত টিভিতে শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ভালোবাসার আলো-আঁধার। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে ধারাবাহিকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান সোমেন। অভিনয় করেছেন বৈশাখী ঘোষ, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেমসহ অনেকে।

 

রিফ্রেম

আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে রয়েছে আলোচনা অনুষ্ঠান রিফ্রেম

আজকের অতিথি প্লাস্টিক সার্জন ভিক্টোরিয়া রোজ। ফিলিস্তিনের গাজায় বিধ্বস্ত অঞ্চলে আহতদের চিকিৎসায় কাজ করেছেন তিনি। জানিয়েছেন সেসব অভিজ্ঞতা। সঞ্চালনায় ফাতিমা ভুট্টো।

মন্তব্য

এক হলে এক শ পেল ‘অন্যদিন...’

শেয়ার
এক হলে এক শ পেল ‘অন্যদিন...’
‘অন্যদিন...’-এর দৃশ্য

আজ মুক্তি পেয়েছে কামার আহমেদ সাইমনের অন্যদিন...। প্রায় দুই বছর আটকে থাকার পর কিছুদিন আগে ছবিটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে গত মাসে। স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখার একটি মাত্র হলে একটি করে শো চলবে ছবিটির। বিষয়টি নিশ্চিত করেছেন কামার আহমেদ সাইমনের মুখপাত্র সাঈফ আলম।

তিনি গতকাল বলেন, আমরা চাইলে সিনেপ্লেক্সের আরো কয়েকটি শাখায় ছবিটি মুক্তি দিতে পারতাম। শোয়ের সংখ্যাটাও বাড়াতে পারতাম। তবে সেটা চাইনি। বলতে পারেন এটা মার্কেটিং পলিসি।
দর্শকের কাছে ছবির চাহিদা তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। পরের সপ্তাহ থেকে হল বদলাবে, শোয়ের সংখ্যাটাও হয়তো বাড়বে। আপাতত দর্শকের সীমান্তসম্ভারে গিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার শোটিই দেখতে হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ