জন্মের পর এক সপ্তাহ মা তাঁর মুখ দেখেননি। মেয়েকে দেখতে বাবা হাসপাতালে আসেন এক মাস পর! দ্বিতীয় সন্তানও মেয়ে এটা মেনে নিতে পারেনি অভিনেত্রী কারিশমা তান্নার মা-বাবা।
অভিনেত্রী জানান, শুধু মেয়ে হওয়ায় নিজের পরিবারে ‘দ্বিতীয় সারির নাগরিক’ হিসেবে বড় হতে হয়েছে তাঁকে। গুজরাটি পরিবারে মেয়ে হওয়া এমনই বেদনার ছিল।