kalerkantho

সোমবার । ৩ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৭ মে ২০২১। ০৪ শাওয়াল ১৪৪

আবার থেরাপি

রংবেরং প্রতিবেদক   

২০ এপ্রিল, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেআবার থেরাপি

২০১৩ সালে ‘অগ্নি’ ছবির মারপিটের দৃশ্য করতে গিয়ে ডান কাঁধে মারাত্মক ব্যথা পেয়েছিলেন। তখন ভারতে চিকিৎসা নেন আরিফিন শুভ। পরের বছরই ‘কিস্তিমাত’ ছবিতে ঘোড়ার পিঠে উঠে মারপিটের দৃশ্য করতে গিয়ে দুই হাঁটুতে আঘাত পান। তখনো নিয়েছিলেন চিকিৎসা। ‘মিশন এক্সট্রিম’ ছবির জন্য ব্যায়ামাগারে অক্লান্ত পরিশ্রম করতে গিয়ে পায়ের পুরনো ব্যথা বেড়ে যায় অনেক। টিস্যুগুলো ফুলে যায়। এমনকি পায়ে ভর দিয়েও দাঁড়াতে পারতেন না। তখন নিয়মিত থেরাপি নিতে হতো। মুম্বাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং করে ৫ এপ্রিল দেশে ফেরেন ‘ঢাকা অ্যাটাক’ তারকা। কিন্তু পায়ের পুরনো ব্যথায় ফের কাবু হয়ে পড়েছেন অভিনেতা। ১৭ এপ্রিল থেকে আবার থেরাপি নিতে হচ্ছে তাঁকে। শুভ বলেন, ‘আমি এখন টিবিয়ালিস পোসটেরিওর টেন্ডিনাইটিসে ভুগছি। এবার নিতে হচ্ছে পারকিউটেনাস ইলেক্ট্রোলাইসিস থেরাপি।  খুবই বেদনাদায়ক এই থেরাপি সহ্য করা কঠিন। কিন্তু কিছুই করার নেই, কাজে ফিরতে হলে এই কষ্ট সহ্য করতেই হবে।’