kalerkantho

বুধবার । ৩১ আষাঢ় ১৪২৭। ১৫ জুলাই ২০২০। ২৩ জিলকদ ১৪৪১

এবার আলোকচিত্রী

রংবেরং ডেস্ক   

১ জুলাই, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএবার আলোকচিত্রী

মার্কিন আলোকচিত্রী লি মিলারের জীবন অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে অভিনয় করবেন কেট উইন্সলেট। ‘লি’ নামের ছবিটিতে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রীকে দেখা যাবে নাম ভূমিকায়। ছবিটি তৈরি হবে লির ছেলে অ্যান্টানি পেনরোজের বই ‘দ্য লাইভস অব লি মিলার’ অবলম্বনে। মূলত ফ্যাশন আলোকচিত্রী হলেও লি ঘটনাচক্রে জড়িয়ে পড়েন দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাঁর ক্যামেরায় উঠে আসে সে সময়ের নানা ঘটনা।

‘লি’ চলচ্চিত্রটি নির্মাণ করবেন এলেন কারাস। এলেন ২০০৪ সালে কেট উইন্সলেট অভিনীত হিট ছবি ‘ইটার্নাল সানসাইন অব দ্য স্পটলেস মাইন্ড’-এর সিনেমাটোগ্রাফার ছিলেন। এক বিবৃতিতে পরিচালক বলেন, ‘সেই ২০০৪ সাল থেকেই ভাবছিলাম কেটের সঙ্গে বিশেষ কোনো কাজ করব। অবশেষে সেটি হচ্ছে। একসঙ্গে কাজের অসাধারণ অভিজ্ঞতা আছে আমাদের।’

এ বছরের শেষ দিকে শুটিং শুরুর পর ২০২১ সালে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে।

সূত্র : দ্য মেট্রো

মন্তব্যসাতদিনের সেরা