<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের লোহাগাড়া থানার হাজত থেকে গত ৯ সেপ্টেম্বর পালিয়ে যাওয়া আসামি যুবলীগ নেতা সাইফুল ইসলামকে  গ্রেপ্তার করেছে পুলিশ। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানা পুলিশের একটি দল বাঁশখালী উপজেলার বাহারছড়া থেকে তাঁকে গ্রেপ্তার করে। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান কালের কণ্ঠকে জানান, থানা থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলমান ছিল। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়রা জানায়, সাইফুল ইসলাম এলাকার সাধারণ মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে টাকা আদায় করতেন।  ৯ সেপ্টেম্বর ভোরে স্থানীয়রা সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করলে থানা হেফাজতে থাকা অবস্থায় পালিয়ে যান।</span></span></span></span></p> <p> </p>