<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেলা সমন্বয়করা বক্তব্য দেন। তাঁরা সবাইকে সবদিকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানিয়েছেন। সমন্বয়করা বলেন, ছাত্ররাই আগামীর বাংলাদেশের রূপরেখা ঠিক করবে। দেশের এই ক্রান্তিকালে কোনো মহল যাতে অনৈতিক সুবিধা নিতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার দায়িত্ব আমাদের। এই সময় বিশৃঙ্খলাকারীরা যাতে মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে হামলা করে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি না করতে পারে, সেদিকেও সবাইকে দৃষ্টি রাখতে হবে।</span></span></span></span></p>