বরগুনা জেলার আমতলীর পায়রা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের হামলায় অপর পাঁচ জেলে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় খেকুয়ানি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আঠারগাছিয়া ইউনিয়নের চাউলা গ্রামের পাঁচ জেলে গতকাল পায়রা নদীতে মাছ ধরা শেষে বাড়ি ফিরছিলেন।
বিজ্ঞাপন
অভিযুক্ত জেলে আক্কাছ মৃধা, মনির প্যাদা ও আলী হোসেন হামলার কথা স্বীকার করে বলেন, ‘মোগো ভুল অইছে। ’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারাহ বলেন, ‘নূর জামালের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাই তাঁকে অন্যত্র পাঠানো হয়েছে। অন্যদের শরীরেও আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ’