kalerkantho

মঙ্গলবার । ৬ আশ্বিন ১৪২৮। ২১ সেপ্টেম্বর ২০২১। ১৩ সফর ১৪৪৩

কেসিসির অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মীরা ছয় মাস বেতনহীন

খুলনা অফিস   

১৫ জুলাই, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেএকদিকে করোনা দুর্যোগ, অন্যদিকে বেতন নেই ছয় মাস। এমন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আউটসোর্সিংয়ের ১১৫ জন পরিচ্ছন্নতাকর্মী। এই ঘটনায় তাঁরা কর্মবিরতি পালন করছেন। গতকাল বুধবার নগরভবনের সামনে বিক্ষোভ করে তাঁরা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

এদিকে কর্মী নিয়োগ, হাজিরায় গরমিলসহ নানা অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি করেছে নগর সংস্থা।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আজমুল হক বলেন, আউটসোর্সিংকর্মী নিয়োগ-হাজিরাসহ নানা অনিয়ম নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। মেয়র খুলনায় এলে তাঁকে তদন্ত প্রতিবেদন দেখানো হবে। তিনিই এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন।সাতদিনের সেরা