kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

ইফতার পার্টি নামে গোপন বৈঠক

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি   

২৩ মে, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপ্রাণঘাতী নভেল করোনাভাইরাসের এই মহা দুর্যোগ মুহূর্তে যেখানে সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঠিক সেই মুহূর্তে বরিশালের বানারীপাড়ায় ইফতারপার্টির নামে বিএনপি ও জামায়াতের গোপন বৈঠকের অভিযোগ পাওয়া গেছে।

বৈঠকে আওয়ামী সমর্থক ২ নম্বর ওয়ার্ড  কাউন্সিলর মনির হোসেনের যোগদান নিয়ে তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে প্রবাসী কবির হোসেনের বিলাসবহুল বাসভবনে ২১ মে বৃহস্পতিবার ইফতারের নামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বানারীপাড়া পৌর জামায়াতের আমির হাফেজ আবুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহাবুব মাস্টার, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম ও বিএনপি সমর্থক শামসুল হকসহ বিএনপি-জামায়াতের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

মন্তব্য