<p style="text-align: justify;">ঢাকাস্থ বাংলাদেশ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ এপ্রিল রাজধানীর হোটেল ৭১-এর ব্যাঙ্ককুয়েট হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। </p> <p style="text-align: justify;">এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারনেট সমিতির সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন আনু। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এমদাদুল হক ও মহাসচিব নাজমুল করিম ভূঁইয়া। </p> <p style="text-align: justify;">এ ছাড়া কমিটির অন্যান্য সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি এস এম জাকির হোসাইন, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মো. আসাদুজ্জামান সুজন, পরিচালক (আইন ও সালিস) সাব্বির আহমেদ পরিচালক (সোশ্যাল অ্যাফেয়ার্স) ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন, পরিচালক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মো. নাছির উদ্দিন এবং পরিচালক মো. মাহামুদুল হাসান আরিফ।</p> <p style="text-align: justify;">বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সোহেল, সভাপতি, ক্যাবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়ার), আমিনুল হাকিম সিইও আম্বার আইটি রাশেদ আমীন বিদ্যুৎ, সিওও বাহন লিমিটেড, সাইফুল ইসলাম সিদ্দিক ব্যবস্থাপনা পরিচালক আইসিসি কমিউনিকেশন।</p> <p style="text-align: justify;">এ ছাড়া ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা, নারায়ণগঞ্জ গাজীপুর ও ঢাকার নিকটস্থ অন্যান্য জেলার বিশিষ্ট ইন্টারনেট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।</p> <p style="text-align: justify;">বাংলাদেশ ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু বলেন, সামনের দিনগুলোতে ভৌগোলিক ও প্রযুক্তিগত কারণে আমাদের অনেক ব্যাবসায়িক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তাই সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে মিলে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।</p> <p style="text-align: justify;">বাংলাদেশে ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিরা খান বলেন, ব্যবসায়ীদের সার্বিক মঙ্গল কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।</p> <p style="text-align: justify;">অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সাইফুল ইসলাম সেলিম, মোহাম্মদ আলী সুমন, প্রবীর কুমার রায়, নাজমুল নাফিজ ফয়সাল বাঁধন, জহিরুল ইসলাম, বেলায়েত হোসেন ও রাজিব আহমেদ জিতুসহ আরো অনেকে।</p>