kalerkantho

সোমবার । ২৯ আষাঢ় ১৪২৭। ১৩ জুলাই ২০২০। ২১ জিলকদ ১৪৪১

বাউফলে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় একজনের বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। গতকাল রবিবার সকালে কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের আনছার খানের সঙ্গে হানিফ খানের বিরোধ চলছে। গতকাল সকালে আনছারের ছেলে ইমরান গরুকে খাবার দিচ্ছিল। হঠাৎ প্রতিপক্ষ হানিফের লোকজন তাঁর ওপর হামলা চালিয়ে ডান হাত ভেঙে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। ইমরানকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর বড় ভাই ফয়সাল ও ছোট ভাই ইকবালকেও কুপিয়ে-পিটিয়ে জখম করে তারা। জীবন বাঁচাতে একপর্যায়ে তাঁরা দৌড়ে হালিম গাজীর ঘরে ঢুকে আশ্রয় নেন।

মন্তব্যসাতদিনের সেরা