ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫
২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মহররম ১৪৪৭

বাউফলে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী প্রতিনিধি
শেয়ার
বাউফলে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ১০

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় একজনের বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। গতকাল রবিবার সকালে কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই গ্রামের আনছার খানের সঙ্গে হানিফ খানের বিরোধ চলছে।

গতকাল সকালে আনছারের ছেলে ইমরান গরুকে খাবার দিচ্ছিল। হঠাৎ প্রতিপক্ষ হানিফের লোকজন তাঁর ওপর হামলা চালিয়ে ডান হাত ভেঙে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। ইমরানকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর বড় ভাই ফয়সাল ও ছোট ভাই ইকবালকেও কুপিয়ে-পিটিয়ে জখম করে তারা। জীবন বাঁচাতে একপর্যায়ে তাঁরা দৌড়ে হালিম গাজীর ঘরে ঢুকে আশ্রয় নেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ঝুঁকি

শেয়ার
ঝুঁকি
মরাপদ্মার খালে বাঁশের সাঁকোটি সাত বছরের পুরনো। প্রয়োজনীয় সংস্কারের অভাবে এলাকার গুরুত্বপূর্ণ সাঁকোটি বিভিন্ন অংশ ভেঙে গেছে। প্রতিদিন ওই সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করে সাত গ্রামের মানুষ। গতকাল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিসপাড়া এলাকায়। ছবি : গণেশ পাল
মন্তব্য

কুবিতে ছাত্রসংসদ প্রতিষ্ঠার দাবি

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
শেয়ার
কুবিতে ছাত্রসংসদ প্রতিষ্ঠার দাবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কুকসু প্রতিষ্ঠার দাবিতে কুকসু প্রতিষ্ঠা আন্দোলন নামক নতুন একটি প্ল্যাটফর্ম ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে সিন্ডিকেট সভা ডেকে ছাত্রসংসদ গঠনের দাবি বাস্তবায়নের আলটিমেটাম দেন তাঁরা। অন্যথায় আরো বড় পরিসরে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন বলে জানান শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষার্থীরা মনে করছেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (কুকসু) একটি প্রতিষ্ঠা জরুরি হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা পাঁচটি দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলোকুমিল্লা বিশ্ববিদ্যালয় আইনে ছাত্রসংসদ থাকবে এমন ধারা সংযুক্ত করতে হবে, আইনে ছাত্রসংসদের সুনির্দিষ্ট কাঠামো বর্ণনা, ছাত্রসংসদ প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসেবে গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠন, আসন্ন ছাত্রসংসদ নির্বাচনের লক্ষ্যে রোডম্যাপ এবং ১৫ দিনের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করতে হবে।

 

মন্তব্য

সাবরেজিস্ট্রি ভবনের ছাদ ধসে বালাম বই ক্ষতিগ্রস্ত

খুলনা অফিস
খুলনা অফিস
শেয়ার
সাবরেজিস্ট্রি ভবনের ছাদ ধসে বালাম বই ক্ষতিগ্রস্ত

খুলনা সদর সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ডরুমের ছাদ ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বালাম বই। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানা যায়, সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ডরুম যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারেএমন সংবাদ এর আগে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু সংস্কারের জন্য একাধিকবার উদ্যোগ নিয়েও তা বাস্তবায়িত হয়নি।

গণপূর্ত বিভাগ খুলনা-১-এর নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলেন, কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। তারা যেভাবে নির্দেশনা দেবে সেভাবেই কাজ করা হবে। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অনেক পুরনো ভবন। মূলত ছাদ ধসে পড়েনি, ছাদের ওপর একটি গম্বুজের মতো ছিল সেটি ধসে পড়েছে।
তবে যে পরিমাণে ধসে গেছে, তাতে বালাম বইয়ের ক্ষতি হয়নি। ধীরে ধীরে সেগুলো সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। আর ধসে পড়া স্থানটি পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এ ছাড়া নতুন ভবন নির্মিত না হওয়া পর্যন্ত অন্য কোনো ভবনে বালাম বইগুলো সরিয়ে নেওয়ার জন্য ভবন খোঁজা হচ্ছে।

মন্তব্য

সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শেয়ার
সাপের কামড়ে প্রাণ গেল স্কুলছাত্রের

ফরিদপুরের ভাঙ্গায় সাপের কামড়ে আরফান মুন্সি (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত মো. হাতেম মুন্সীর পুত্র এবং  কাউলিবেড়া কাজী ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। পরিবার জানায়, সোমবার রাত ১২টার দিকে আরফানকে সাপে কামড় দেয়।

পরে রাত ২টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী আকতার হোসেন সাপের কামড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

 

মন্তব্য

সর্বশেষ সংবাদ