ঝালকাঠিতে তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যাকারীকে গতকাল রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ।
পিরোজপুরের স্বরূপকাঠি থেকে পাখি হত্যার অভিযোগে মোবারক আলী ফকিরকে গ্রেপ্তার করে ঝালকাঠি ডিবি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
এর আগে গতকাল দুপুরে স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান বাদী হয়ে সরকারি জায়গায় থাকা তালগাছ কাটার অভিযোগে থানায় মামলা করেন। মামলার আসামিরা হলেন মোবারক আলী, মিজানুর রহমান ও ফারুক হোসেন।
পাশাপাশি বাবুই পাখির বাসা ধ্বংস ও ছানা হত্যার অভিযোগে বন বিভাগও গতকাল আদালতে মামলা করেছে। ঝালকাঠি ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন আহমেদ কালের কণ্ঠকে বলেন, সরকারি জায়গায় থাকা তালগাছ বিক্রির ঘটনায় মামলা হয়েছে।
মামলা দায়েরের তিন ঘণ্টা পর প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। ঝালকাঠির পাশের পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা থেকে রবিবার সন্ধ্যার দিকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার বিকেলে সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকার একটি তালগাছ কেটে ফেলা হয়।
গাছটি অনেক বছর ধরে বাবুই পাখির নিরাপদ আশ্রয়স্থল ও প্রজননকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। গাছটিতে অসংখ্য ঝুলন্ত বাসা, ডিম ও ছানা ছিল।
ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, তালগাছ কেটে আবাসস্থল ধ্বংস ও পাখি হত্যার অপরাধে দুটি মামলা হয়েছে।
একটি সদর থানায়, অন্যটি আদালতে। ঘটনাটি তাঁরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন।
মামলার পর প্রধান আসামিকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তবে অন্য দুই আসামি পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।