বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়াস রাজশাহী ও প্রয়াস সিলেট শাখার জন্য ট্রাস্ট ব্যাংক পিএলসি দুটি স্কুল বাস প্রদান করেছে। ট্রাস্ট ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল মঙ্গলবার অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষাপ্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে বাস দুটি হস্তান্তর করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, এ সময় ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।