বগুড়া শহরের ফুলবাড়ী কারিগরপাড়ার সেকেন্দার আলীর ছেলে জিতু সরকার ওরফে জিতু ইসলাম (৪৩) উঠতি বয়সেই প্রবেশ করে অপরাধজগতে। বাড়ি নির্মাণ বা জমি কেনাবেচা—সব কিছুতেই চাঁদা দিতে হতো জিতুকে। কমপক্ষে দুই ডজন চিহ্নিত ক্যাডারের নেতৃত্ব দিতেন জিতু। বেপরোয়া সাহসিকতায় অল্প দিনেই গড়ে ওঠে জিতু বাহিনী।
বগুড়া
কিশোর বয়সেই জিতুর অপরাধযাত্রা
- দুই ডজন ক্যাডারের নেতৃত্ব দিতেন সন্ত্রাসী জিতু
- যুবলীগ ক্যাডার থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া

খোঁজ নিয়ে জানা যায়, শহরের ফুলবাড়ী করতোয়া নদীর বালু ব্যবসাকে কেন্দ্র করে রবিউল ইসলামকে হত্যা ঘটনায় গ্রেপ্তার হন জিতু ইসলাম। মামলার রায়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড হয়।
বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম বিটু বলেন, ‘জিতু যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বাহিনীর সদস্যরা যুবলীগ ও শ্রমিক লীগের সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় কিছু বিএনপি নেতার কারণে জিতুর মতো অন্য দল থেকে আসা সন্ত্রাসীরা বিএনপি ও সহযোগী সংগঠনে পদ পেয়েছেন।’
স্থানীয়রা বলছেন, দলের নাম ভেঙে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন জিতু।
বগুড়া বার সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মোজাম্মেল হক এবং মানবাধিকার কর্মী কে জি এম ফারুক বলেন, ‘জিতুর মতো খুনি, সন্ত্রাসী, মাদক কারবারিকে দলে পদ দেওয়া কোনোভাবেই ঠিক হয়নি। গ্রেপ্তারের পর শুধু সংগঠন থেকে বহিষ্কার করলেই হবে না, বরং এ ধরনের ব্যক্তি যেন কোনোভাবেই দলীয় পদ না পায়, সেটি নিশ্চিত করতে হবে।’
বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল কালের কণ্ঠকে বলেন, ‘জিতু অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, জানা ছিল না। কোনো ব্যক্তির একক কর্মকাণ্ডের দায় সংগঠন বহন করবে না। সম্প্রতি অটোরিকশাচালক শাকিলকে হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠায় ঘটনার দিনই জিতুকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠানো হয়। জিতু ইসলামকে দ্রুততম সময়ের মধ্যে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান বহিষ্কার করেন।’ জিতু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই জোবায়েদ খান জানান, পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে। জিজ্ঞাসাবাদে জিতু ইসলাম হত্যার দায় স্বীকার করেছেন। পুলিশের নথিতে জিতুর বিরুদ্ধে দুটি হত্যা, দুটি ডাকাতির চেষ্টা, চুরি, মাদক মামলাসহ সাতটি মামলা রয়েছে।
বগুড়া সদর থানার ওসি হাসান বসির এবং থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, হত্যাকাণ্ডের পর জিতুসহ তিনজনকে গ্রেপ্তার করে।
১৪ জুন দুপুরে শিববাটি এলাকায় জনৈক রানার বাড়ির ভাড়াটিয়া রিকশাচালক বাবা শাকিল ১৪ বছরের মেয়েকে বিয়ে না দেওয়ায় তাঁকে ফুলবাড়ী মৃধাপাড়া করতোয়া নদীর ধারে জিতুর নেতৃত্বে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে। শাকিলকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পর্কিত খবর

সচিবালয়ের ঘটনায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে ঢুকে গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এক হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত মামলাটির এজাহার গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৮ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে গত মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বিভাগের উপপরিদর্শক গোলাম মুক্তি মাহমুদ বাদী হয়ে মামলা করেন।

‘জুলাই সনদ’ ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে চলতি মাসের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণা করা না হলে আগামী ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং ‘কফিন মার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে একটি খোলা চিঠি প্রকাশ করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ উসমান হাদি বলেন, ‘সরকার বারবার সময় নিয়েও জুলাই সনদ ঘোষণা করেনি, যা গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রতারণার শামিল। ৩১ জুলাইয়ের মধ্যে সনদ ঘোষণা না হলে ৩ আগস্ট সচিবালয় ঘেরাও এবং কফিন মার্চের মাধ্যমে চূড়ান্ত মুক্তির ডাক দেওয়া হবে।

সাবেক ডিআইজি বাতেনের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তাঁর স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আব্দুল বাতেন ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে গতকাল আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি। আব্দুল বাতেনের আবেদনে বলা হয়, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত চলছে।

সংক্ষিপ্ত
আবুল বারকাত ২ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক

অ্যাননটেক্সের ঋণ জালিয়াতি করে ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা, গতকাল সকালে কারাগার থেকে তাঁকে আদালতে এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। এ সময় তাঁর আইনজীবী শাহিনুর ইসলাম জামিন চেয়ে আবেদন করেন।